Howrah District Hospital

হাওড়া হাসপাতালের প্রাক্তন সুপার-সহ ২ জনের করোনা রিপোর্ট নেগেটিভ

ফের তাঁদের পরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে। তবে এ নিয়ে স্বাস্থ্য ভবনের তরফে সরকারি ভাবে কিছু জানানো হয়নি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২০ ১২:০২
Share:

ল্যাবরেটরিতে চলছে লালারসের নমুনা পরীক্ষা। ছবি: পিটিআই

হাওড়া জেলার করোনা-পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। কড়া দাওয়াইয়ের কথাও বলেছেন তিনি। এর মাঝেই সামান্য স্বস্তি ফিরল। ১০ দিনের মাথায় হাওড়া হাসপাতালের প্রাক্তন সুপারের করোনা রিপোর্ট নেগেটিভ এল। একইসঙ্গে ওই হাসপাতালের এমার্জেন্সি মেডিক্যাল অফিসারেরও প্রাথমিক করোনা রিপোর্টও নেগেটিভ এসেছে। প্রথম রিপোর্ট নেগেটিভ আসার পর ওই দু’জনকেই এমআর বাঙুর থেকে অন্য একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ফের তাঁদের পরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে। তবে এ নিয়ে এখনও পর্যন্ত স্বাস্থ্য ভবনের তরফে সরকারি ভাবে কিছু জানানো হয়নি।

Advertisement

গত ৯ এপ্রিল করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন হাওড়া জেলা হাসপাতালের ওই প্রাক্তন সুপার। তাঁর লালারসের নমুনা পরীক্ষার পর তাঁর কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে। জানা যায়, তিনি যখন হাওড়া জেলা হাসপাতালের সুপার হিসাবে নিযুক্ত ছিলেন, তখন সালকিয়ার এক মহিলা সেখানে ভর্তি হয়েছিলেন। ওই মহিলার লালারসের নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়ে। পরে ওই মহিলা মারাও যান। এর পর ওই হাসপাতালের বেশ কয়েক জন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীকে গৃহ পর্যবেক্ষণে পাঠানো হয়। কয়েক জনকে পাঠানো হয়েছিল হাওড়া ডুমুরজলা কোয়রান্টিন সেন্টারে। তাঁদের দেখতে গিয়েছিলেন সুপার। এর কিছু দিন পরেই তাঁর করোনা উপসর্গ ধরা পরে। তাঁকে এমআর বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালের এমার্জেন্সি মেডিক্যাল অফিসারেরও করোনা ধরা পড়ে।

ওই ঘটনার পর থেকেই, হাওড়া হাসপাতালে রোগী ভর্তি সম্পূর্ণ বন্ধ রয়েছে। হাসপাতালটি জীবাণুমুক্ত করার প্রক্রিয়াও শুরু হয়েছে। এমন পরিস্থিতিতে ওই দুই করোনা আক্রান্তের রিপোর্ট নেগেটিভ আসায় কিছুটা স্বস্তিতে চিকিৎসকরা। তবে ফের ওই দুই আক্রান্তের লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হবে। সেই পরীক্ষায় পাশ করলে পাশ করলে অনেকটা নিশ্চিত হবেন চিকিৎসকরা।

Advertisement

আরও পড়ুন: অনেক হয়েছে আর নয়, এ বার কড়া দাওয়াই মুখ্যমন্ত্রীর

শুক্রবারই হাওড়া ও কলকাতার করোনা পরিস্থিতি নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘‘অনেক হয়েছে, আর নয়। টোটাল লকডাউন হবে। প্রয়োজনে হাওড়ায় সশস্ত্র পুলিশ নামবে। কলকাতাতেও পুলিশ কঠোর হবে।’’ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের করোনা মানচিত্রে কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরকে ‘হটস্পট’ বলে উল্লেখ করেছিল। শুক্রবার মুখ্যমন্ত্রী নিজে করোনা-আক্রান্তের হদিশ মিলেছে এমন এলাকাকে ‘রেড জোন’ ও ‘রেড স্টার’ জোন হিসাবে চিহ্নিত করেছেন। এর মধ্যে হাওড়া রেড জোন থেকে রেড স্টার।

আরও পড়ুন: করোনার হানা এ বার নৌবাহিনীতেও, কোয়রান্টিনে নৌঘাঁটির একাংশ​

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement