গ্রাফিক: শৌভিক দেবনাথ।
জাঁকিয়ে শীত পড়লে নোভেল করোনাভাইরাস ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে এতদিন আশঙ্কা করা হচ্ছিল। তবে পশ্চিমবঙ্গে কোভিড পরিস্থিতি এই মুহূর্তে কিছুটা হলেও নিয়ন্ত্রণে। গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণের হার যেমন অনেকটাই কমে এসেছে, তেমনই কমেছে মৃতের সংখ্যাও। দৈনিক আক্রান্তের তুলনায় সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যাই বেশি।
সোমবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে কোভিড সংক্রমণ ধরা পড়েছে ১ হাজার ২৮ জনের শরীরে। তার জেরে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লক্ষ ৪৮ হাজার ৪৭১ হয়েছে। এই মুহূর্তে রাজ্যে মোট সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১৩ হাজার ১৬১।
করোনার প্রকোপে রাজ্যে দৈনিক মৃত্যুও উল্লেখযোগ্য ভাবে কমেছে। গত ২১ ডিসেম্বরের পর গত এক সপ্তাহে রাজ্যে দৈনিক মৃত্যু চল্লিশের উপরে যায়নি। এ দিন তা আরও কমে ২৭-এ এসে ঠেকেছে। এর মধ্যে উত্তর ২৪ পরগনায় ৭ জন প্রাণ হারিয়েছেন। কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগনায় ৪ জন করে রোগীর মৃত্যু হয়েছে।
(গ্রাফের উপর হোভার বা টাচ করলে প্রত্যেক দিনের পরিসংখ্যান দেখতে পাবেন।)
এ ছাড়াও গত ২৪ ঘণ্টায় হাওড়া এবং পূর্ব বর্ধমানে ৩ জন করে করোনা রোগীর প্রাণ গিয়েছে। ২ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে পশ্চিম মেদিনীপুরে। ১ জন করে রোগী মারা গিয়েছেন দক্ষিণ দিনাজপুর, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে। করোনার প্রকোপে রাজ্যে এখনও পর্যন্ত ৯ হাজার ৬২৫ জনের মৃত্যু হয়েছে।
সংক্রমণ এবং মৃত্যুর নিরিখে উত্তর ২৪ পরগনা এবং কলকাতাই সবচেয়ে এগিয়ে। তবে দুই দিক থেকেই কলকাতা এগিয়ে রয়েছে। উত্তর ২৪ পরগনায় এখনও পর্যন্ত ১ লক্ষ ১৫ হাজার ৮০১ জন কোভিডে সংক্রমিত হয়েছেন। কলকাতায় মোট সংক্রমিতের সংখ্যা ১ লক্ষ ২২ হাজার ৪৩৭। করোনার প্রকোপে উত্তর ২৪ পরগনায় ২ হাজার ৩০৭ জনের মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত। কলকাতায় মোট মৃতের সংখ্যা ২ হাজার ৯৩৩। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ১ হাজার ৬১৪ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। মোট আক্রান্তের মধ্যে রাজ্যে এখনও পর্যন্ত ৫ লক্ষ ২৫ হাজার ৬৮৫ জন রোগীই সুস্থ হয়ে উঠেছেন। এই মুহূর্তে রাজ্যে সুস্থতার হার ৯৫.৮৫ শতাংশ।
প্রতিদিন যত সংখ্যক মানুষের কোভিড পরীক্ষা হয় এবং তার মধ্যে প্রতি ১০০ জনে যত জনের রিপোর্ট পজিটিভ আসে, তাকে পজিটিভিটি রেট বা সংক্রমণের হার বলে। গত ২৪ ঘণ্টায় রাজ্যএ ২৮ হাজার ৯৫ জনের কোভিড পরীক্ষা হয়েছে। তবে নতুন সংক্রমিতের সংখ্যা যেহেতু কম, তাই সংক্রমণের হার কমে ৩.৬৬ শতাংশ হয়েছে।
(জরুরি ঘোষণা: কোভিড-১৯ আক্রান্ত রোগীদের জন্য কয়েকটি বিশেষ হেল্পলাইন চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। এই হেল্পলাইন নম্বরগুলিতে ফোন করলে অ্যাম্বুল্যান্স বা টেলিমেডিসিন সংক্রান্ত পরিষেবা নিয়ে সহায়তা মিলবে। পাশাপাশি থাকছে একটি সার্বিক হেল্পলাইন নম্বরও।
অমর্ত্যকে নিয়ে সঙ্ঘাতের জের? বিশ্বভারতীকে দেওয়া রাস্তা ফিরিয়ে নিলেন মমতা
কিসান রেলের ‘ছদ্মনামে’ বঙ্গে ‘ভোট এক্সপ্রেস’-এর উদ্বোধন মোদীর
• সার্বিক হেল্পলাইন নম্বর: ১৮০০ ৩১৩ ৪৪৪ ২২২
• টেলিমেডিসিন সংক্রান্ত হেল্পলাইন নম্বর: ০৩৩-২৩৫৭৬০০১
• কোভিড-১৯ আক্রান্তদের অ্যাম্বুল্যান্স পরিষেবা সংক্রান্ত হেল্পলাইন নম্বর: ০৩৩-৪০৯০২৯২৯)