গ্রাফিক- সনৎ সিংহ
টানা তিন দিন রাজ্যে বাড়ল দৈনিক কোভিড সংক্রমণ। সোমবার রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা এক ধাক্কায় অনেকটা কমার পর মঙ্গলবার থেকে তা ফের বা়ড়তে শুরু করেছে। বৃহস্পতিবার তা পৌঁছেছে সাড়ে সাতশোর কাছাকাছি। সেই সঙ্গে কোভিডে মৃত্যুও বেড়ে ফের ছুঁল দু’অঙ্ক। বাড়ল সংক্রমণের হারও। বুধবারের তুলনায় কমল টিকাপ্রাপ্তির সংখ্যাও।
বৃহস্পতিবার রাজ্য সরকার প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৪৭। এখনও পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১৫ লক্ষ ৩৬ হাজার ৪৪৬ জন। জেলাভিত্তিক হিসেবের নিরিখে এখনও শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে বৃহস্পতিবার সংক্রমিত হয়েছেন মোট ৮৮ জন। তালিকায় তার পরেই রয়েছে কলকাতা, দার্জিলিং, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া ও হুগলি।
শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিডে মৃত্যু হয়েছে ১০ জনের। এখনও পর্যন্ত রাজ্যে কোভিডে প্রাণ গিয়েছে ১৮ হাজার ২৬৮ জনের। এ দিন রাজ্যে কোভিড থেকে সুস্থ হয়েছেন ৭৭৩ জন। বুধবার রাজ্যে দৈনিক সংক্রমণ ছিল ১.৩৬ শতাংশ, বৃহস্পতিবার তা বেড়ে হয়েছে ১.৫৪ শতাংশ। কোভিড পরীক্ষা হয়েছে ৪৫ হাজার ৪৪৬ জনের।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক প্রকাশিত বুলেটিন অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে টিকাপ্রাপ্তির সংখ্যা তিন লক্ষ চার হাজার ৬৬৮। রাজ্যে এখনও পর্যন্ত তিন কোটি ৩০ লক্ষ ৪৮ হাজার ২৬৫টি টিকা দেওয়া হয়েছে।