Coronavirus in West Bengal

Coronavirus in West Bengal: এক লাফে ফের ৬৫০ পার রাজ্যের দৈনিক সংক্রমণ, কলকাতায় নতুন আক্রান্ত ২১৬

বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৬৬০ জন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২১ ২১:৩২
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

মঙ্গলবার থেকেই বাড়তে শুরু করেছিল। রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা আরও বেড়ে সাড়ে ছ’শো পেরোল বৃহস্পতিবার। কলকাতা ও উত্তর ২৪ পরগনাতেও এক লাফে অনেকটা বাড়ল আক্রান্তের সংখ্যা। বাড়ল দৈনিক সংক্রমণের হারও।

বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৬৬০ জন। কলকাতায় তিন দিন পর আবার দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়ে দু’শো ছাড়াল। আক্রান্ত হয়েছেন ২১৬ জন। উত্তর ২৪ পরগনায় আক্রান্ত হয়েছেন ১২৪ জন। কলকাতা সংলগ্ন হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনায় সংক্রমিত হয়েছেন যথাক্রমে ৩৯ জন, ৪৫ জন এব‌ং ৩৭ জন। নতুন সংক্রমিতের সংখ্যা কিছুটা বাড়ল নদিয়া (২১) ও বীরভূমে (২৯)। তবে খানিকটা কমল উত্তরবঙ্গের দার্জিলিঙে।

Advertisement

শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিডে মৃত্যু হয়েছে ১২ জনের। এর মধ্যে উত্তর ২৪ পরগনায় মারা গিয়েছেন তিন জন ও কলকাতায় এক জন। রাজ্যে কোভিডে মৃত এখনও পর্যন্ত ১৯ হাজার ৬৪৫ জন। বৃহস্পতিবার সংক্রমণমুক্ত হয়েছেন ৬৩২ জন। রাজ্যে দৈনিক সংক্রমণের হার আবার বেড়ে হল ১.৭৮ শতাংশ। কোভিড পরীক্ষা হয়েছে ৩৭ হাজার ১১৫ জনের। বাংলায় সক্রিয় রোগীর সংখ্যা আবার বেড়ে হল সাত হাজার ৫০৬। কলকাতাতেও সক্রিয় রোগী বেড়ে হল দু’হাজার ২৮৮।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে টিকা পেয়েছেন চার লক্ষ ৪২ হাজার ৭৬৫ জন। এখনও পর্যন্ত রাজ্যে টিকাকরণ হয়েছে ন’কোটি ৮৫ লক্ষ ৯৩ হাজার ৬৫৭।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement