Coronavirus

Coronavirus in West Bengal: এক বছর পর আবার ৩০০-র নীচে নামল রাজ্যের দৈনিক সংক্রমণ

রাজ্যের দৈনিক করেনা সংক্রমণের সংখ্যা শেষবার ৩০০-র নীচে নেমেছিল গত বছর ১৬ মার্চ। তারপর করোনার দু’টি রূপ ডেল্টা এবং ওমিক্রনের দাপট চলেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২২ ২৩:৫৬
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

রাজ্যের দৈনিক করেনা সংক্রমণের সংখ্যা শেষ বার ৩০০-র নীচে নেমেছিল গত বছর ১৬ মার্চ। তার পর করোনার দু’টি রূপ ডেল্টা এবং ওমিক্রনের দাপট চলেছে দেশে এবং রাজ্যে। প্রায় এক বছর পর আবার পশ্চিমবঙ্গের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৩০০-র নীচে নামল শনিবার। একই সঙ্গে সংক্রমণের হারও অনেকটাই কমেছে।

Advertisement

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত হয়েছেন ২৮১ জন। সংক্রমণ কমেছে জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর, বাঁকুড়া, দুই মেদিনীপুরে। দৈনিক সংক্রমণের সংখ্যায় তেমন তফাৎ হয়নি কলকাতা, হাওড়া, হুগলি, ২৪ পরগনার মতো দক্ষিণবঙ্গের জেলাগুলিতে । গত ২৪ ঘণ্টায় সংক্রমণ কিছুটা বেড়েছে মালদহে।

রাজ্যে দেওয়া শুক্রবারের হিসেব বলছে রাজ্যে ওই দিন করোনা সংক্রমণের হার বা পজিটিভিটি রেট (মোট পরীক্ষার নিরীখে কতজন সংক্রমিত) ছিল ০.৯৮ শতাংশ। শনিবার সেটা অনেকটাই কমে নেমে এসেছে ০.৭৯ শতাংশে। তবে শুক্রবারের মতো কলকাতায় শনিবারও ৩৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। উত্তর ২৪ পরগনায় ৪৬ জন, দক্ষিণ ২৪ পরগনায় ২০ জন, হাওড়া এবং হুগলিতে গত ২৪ ঘণ্টায় যথাক্রমে ১০ এবং ১৫ জন আক্রান্ত হয়েছে করোনায়। জলপাইগুড়িতে দৈনিক আক্রান্ত কমে হয়েছে ১৪ জন, দক্ষিণ দিনাজপুরে আগের দিনের ২৩ থেকে সংক্রমণের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪-এ। মালদহে আক্রান্তের সংখ্যা ৩ থেকে বেড়ে হয়েছে ১৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে রাজ্যে মারা গিয়েছেন ১২ জন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement