Coronavirus in West Bengal

Coronavirus in West Bengal: সাড়ে তিন মাস পর রাজ্যে দৈনিক সংক্রমণ ১ শতাংশের উপর, আক্রান্ত পঞ্চাশের বেশি

রবিবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫৯ জন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৬ জুন ২০২২ ২৩:০৬
Share:

ফাইল চিত্র।

সোমবার রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা কিছুটা কমল। তবে দৈনিক সংক্রমণ রইল পঞ্চাশের উপরেই। এ দিকে, প্রায় সাড়ে তিন মাস পর রাজ্যে দৈনিক সংক্রমণের হার আবার ১ শতাংশের উপরে উঠল। আবার বাড়ল রাজ্যে বর্তমানে কোভিডে মোট আক্রান্ত রোগীর সংখ্যা (অ্যাক্টিভ রোগী)। গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোনও কোভিড রোগীরই মৃত্যু হয়নি।

Advertisement

সোমবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫৩ জন। এখনও পর্যন্ত রাজ্যে কোভিডে মোট আক্রান্ত হয়েছেন ২০ লক্ষ ১৯ হাজার ৬৮৬ জন। রাজ্যে অ্যাক্টিভ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৪১২।

এখনও পর্যন্ত রাজ্যে কোভিডে মারা গিয়েছেন ২১ হাজার ২০৫ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নমুনা পরীক্ষা হয়েছে ৪ হাজার ৮১৬ জনের। দৈনিক সংক্রমণের হার বেড়ে হল ১.১০ শতাংশ। এর আগে রাজ্যে শেষ বার দৈনিক সংক্রমণের হার ১ শতাংশের বেশি ছিল গত ১৭ ফেব্রুয়ারি।

Advertisement

সোমবার রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠক করেছেন স্বাস্থ্য দফতরের কর্তারা। স্বাস্থ্য ভবনে হওয়া ওই বৈঠকে মূলত তিনটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। কোভিডের বাড়বাড়ন্তের সময় রাজ্যের তৈরি করা টাস্ক ফোর্স কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়েছিল সংক্রমণ একটু স্তিমিত হওয়ার পরেই। ওই টাস্ক ফোর্সে নতুন নিয়োগ করে তা আবার ‘উজ্জীবিত’ তোলার সিদ্ধান্ত হয়েছে ওই বৈঠকে।

সূত্র জানায়, বর্তমানে কোভিডে আক্রান্ত হয়ে যাঁরা হাসপাতালে ভর্তি হচ্ছেন, তাঁদের সম্পর্কে সঠিক তথ্য যাতে সঠিক সময় স্বাস্থ্য ভবনে এসে পৌঁছায়, তার নজরদারি করার জন্য একটি কমিটির গঠন নিয়েও কথা বলেছেন স্বাস্থ্যকর্তারা। এ ছাড়াও বুস্টার টিকা যাতে পর্যাপ্ত পরিমাণে থাকে হাসপাতালে থাকে, তা নিশ্চিত করার বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement