গ্রাফিক: শৌভিক দেবনাথ।
বৃহস্পতিবারের তুলনায় রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা কমলেও থাকল ৭০০-র উপরেই। তবে তিন দিন পর কলকাতায় দৈনিক সংক্রমণ ২০০-র নীচে নামল। কিন্তু উত্তর ২৪ পরগনায় সেই সংখ্যাটা ১৫০-র আশেপাশেই ঘোরাফেরা করছে। চার দিন পর সংক্রমণের হারও দুই শতাংশের নীচে নামল রাজ্যে। মৃত্যুও কমে এক অঙ্কে।
শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৭১০ জন। কলকাতায় আক্রান্ত হয়েছেন ১৮৩ জন। উত্তর ২৪ পরগনায় ১৪২ জন। এখনও উদ্বেগের পরিস্থিতি রয়েছে হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনায়। ওই তিন জেলায় দৈনিক সংক্রমণ যথাক্রমে ৬৭, ৫২, ৬০। বিগত কয়েক দিনের তুলনায় উত্তরবঙ্গের দার্জিলিঙেও দৈনিক সংক্রমণ কমল।
শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিডে মৃত্যু হয়েছে ন’জনের। তার মধ্যে দক্ষিণ ২৪ পরগনায় মারা গিয়েছেন চার জন আর কলকাতায় তিন জন। এখনও পর্যন্ত রাজ্যে প্রাণ হারিয়েছেন মোট ১৯ হাজার ৪৩৯। সংক্রমণমুক্ত হয়েছেন ৭২১। রাজ্যে সংক্রমণের হারও কমে হল ১.৮৭ শতাংশ। কোভিড পরীক্ষাও বৃহস্পতিবারের থেকে বেড়ে হয়েছে ৩৭ হাজার ৯১৭। বাংলায় সক্রিয় রোগীর সংখ্যা কমে দাঁড়াল সাত হাজার ৮৪৭।
শুক্রবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে টিকা পেয়েছেন পাঁচ লক্ষ ৪২ হাজার ৭৭৯ জন। এখনও পর্যন্ত মোট টিকাদান হয়েছে ন’কোটি ৫৫ হাজার ৯৫২।