গ্রাফিক: সনৎ সিংহ।
এক ধাক্কায় রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা নেমে এল একশোতে। প্রায় আড়াই মাস পর একশোর ঘরে এল দৈনিক আক্রান্ত। এরই পাশাপাশি কমেছে দৈনিক সংক্রমণের হারও। এ বার তা দু’শতাংশের নীচে নেমেছে। দৈনিক সংক্রমণের হারও আড়াই মাস পর দু’শতাংশের কম হল। গত ২৪ ঘণ্টায় রাজ্যে এক জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে।
সোমবার স্বাস্থ্য দফতর প্রকাশিত কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১০০ জন। এখনও পর্যন্ত কোভিডে মোট আক্রান্ত হয়েছেন ২১ লক্ষ ৬ হাজার ৬২৪ জন।
রাজ্যে এখনও পর্যন্ত কোভিডে মৃত্যু হয়েছে ২১ হাজার ৪৬১ জনের। গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিড পরীক্ষা হয়েছে ৫ হাজার ৪৩২ জনের। দৈনিক সংক্রমণের হার কমে হল ১.৮৪ শতাংশ। প্রসঙ্গত, যত জন মানুষের করোনা পরীক্ষা করা হল, তাঁদের মধ্যে যত শতাংশের রিপোর্ট পজিটিভ তাকেই পজিটিভিটি রেট বা সংক্রমণের হার বলা হয়। রাজ্যে বর্তমানে কোভিডে আক্রান্তের সংখ্যা কমে ২ হাজার ৭১৬।