গ্রাফিক: শৌভিক দেবনাথ।
বৃহস্পতিবারের পর শুক্রবারও কমল রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা। তবে কলকাতায় দৈনিক আক্রান্ত একশোর উপরেই আছে। রাজ্যে নতুন আক্রান্তের সংখ্যা কমার পাশাপাশি দৈনিক সংক্রমণের হারও কমেছে। তা দু’শতাংশের নীচেই আছে। অন্য দিকে, রাজ্যে বাড়ল দৈনিক মৃত্যু।
শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৭৮৭ জন। কলকাতায় আক্রান্ত ১৩৩। দৈনিক আক্রান্তের সংখ্যার বিচারে জেলাভিত্তিক তালিকায় শীর্ষে রয়েছে মহানগরী। দ্বিতীয় স্থানে থাকা উত্তর ২৪ পরগনায় নতুন করে আক্রান্ত ৯৫ জন। কলকাতা সংলগ্ন হাওড়া, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনায় দৈনিক আক্রান্ত বুধবারে যা ছিল, তার আশপাশেই রয়েছে। অন্য দিকে, জলপাইগুড়িতে সংক্রমণ বেড়ে হল ৭৩।
শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিডে মৃত্যু হয়েছে ২৭ জনের। এর মধ্যে উত্তর ২৪ পরগনায় মারা গিয়েছেন সাত জন, কলকাতায় চার জন। শুক্রবার রাজ্যে সংক্রমণমুক্ত হয়েছেন এক হাজার ১৩১ জন। দৈনিক সংক্রমণের হারও কমে হল ১.৭৩ শতাংশ। বর্তমানে রাজ্যের সব জেলাতেই দৈনিক সংক্রমণের হার পাঁচ শতাংশের নীচে। তবে তিন শতাংশের বেশি রয়েছে চার জেলায়— আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, কলকাতায়। সব চেয়ে কম দক্ষিণ ২৪ পরগনায়।
শুক্রবার রাজ্যে কোভিড পরীক্ষা হয়েছে ৪৪ হাজার ৩০০ জনের। রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা আরও কমে হল ১৪ হাজার ১৮৪।