Coronavirus in West Bengal

Coronavirus in West Bengal: গত ২৪ ঘন্টায় কমল রাজ্যে দৈনিক আক্রান্ত, আবারও কোভিডে মৃত্যু শূন্য

বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দপ্তর প্রকাশিত কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩৩ জন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২২ ০১:৩৮
Share:

ফাইল চিত্র।

মঙ্গলবার রাজ্যে দৈনিক কোভিড সংক্রমণে বৃদ্ধি লক্ষ করা গেলেও পর পর দু'দিন অর্থাৎ বুধ ও বৃহস্পতিবার তা কমল। গত চার দিন ধরেই রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা পঞ্চাশের নীচে। তবে সামান্য বাড়ল দৈনিক সংক্রমনের হার। এই নিয়ে টানা ন'দিন রাজ্যে কোভিডে মৃত্যু শূন্য।

বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দপ্তর প্রকাশিত কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩৩ জন। রাজ্যে এখনও পর্যন্ত কোভিডে মোট আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ ১৭ হাজার ৩৪৮।

রাজ্যে এখনও পর্যন্ত কোভিডে মৃত্যু হয়েছে ২১ হাজার ১৯৭ জনের। রাজ্যে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ৬১২।

রাজ্যে করোনা সংক্রমণ কমে আসায় বৃহস্পতিবার নৈশ কার্ফু তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। শুক্রবার থেকে এই সিদ্ধান্ত বলবৎ হবে বলে জানানো হয়েছে।

তবে নৈশ কার্ফু উঠে গেলেও, মাস্ক পরা এবং শারীরিক দূরত্ব বজায় রাখার নিয়ম আগের মতোই বহাল রাখার নির্দেশ দেওয়া হয়েছে বৃহস্পতিবারের নির্দেশিকায়। পাশাপাশি নবান্নের নির্দেশ, বিভিন্ন সরকারি এবং বেসরকারি সংস্থাগুলিকেও আগের মতোই কোভিডবিধি মেনে কাজ করতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement