গ্রাফিক: শৌভিক দেবনাথ।
রাজ্যে এক দিনে করোনা আক্রান্তের সংখ্যা ২০০-র নীচে নেমে এল। সেই সঙ্গেই বৃহস্পতিবার শতাংশের নিরিখে দৈনিক সুস্থতার হারও সামান্য বেড়ে গেল। বৃহস্পতিবার তা ৯৭.৩২ শতাংশ থাকলেও শুক্রবার তা বেড়ে দাঁড়িয়েছে ৯৭.৩৪ শতাংশ। সেই সঙ্গে কমেছে সংক্রমণের হারও।
যদিও গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৯৪ জন। বেশ কিছুদিন ধরেই ২০০-র উপরে ছিল। বৃহস্পতিবার ছিল ২০৬। নতুন আক্রান্তদের সংখ্যার হিসেবে শীর্ষে উত্তর ২৪ পরগনা (৮৪), দ্বিতীয় স্থানে কলকাতা (৫৭)। প্রসঙ্গত, জানুয়ারির প্রথম সপ্তাহে দৈনিক আক্রান্তের সংখ্যা ৮০০-র ও বেশি ছিল। পাশাপাশি, শুক্রবারও আক্রান্তের সংখ্যাকে ছাপিয়ে গিয়েছে সুস্থ রোগীর সংখ্যা। তবে বৃহস্পতিবার ৩০১ জন কোভিড-১৯ রোগী সুস্থ হলেও শুক্রবার সেই সংখ্যা সামান্য কমে হয়েছে ২৯৭।
ওই সময়ের মধ্যে রাজ্যে ‘পজিটিভিটি রেট’ বা সংক্রমণের হারও সামান্য কমেছে। বৃহস্পতিবার সংক্রমণের হার ০.৮৯ শতাংশ থাকলেও ২৪ ঘণ্টায় তা নেমে এসেছে ০.৮৪ শতাংশে। প্রসঙ্গত, প্রতিদিন যত সংখ্যক টেস্ট হচ্ছে, তার প্রতি ১০০ জনের মধ্যে কত জনের রিপোর্ট পজিটিভ আসছে, সেই পরিসংখ্যানের গড়কেই বলা হয় পজিটিভিটি রেট বা সংক্রমণের হার।
রাজ্যে ধারাবাহিক ভাবে কমছে মৃতের সংখ্যাও। বুধবার রাজ্যে ৭ জন করোনা আক্রান্তের মৃত্যুর খবর এলেও বৃহস্পতিবার তা কমে দাঁড়ায় ৪-এ। শুক্রবার তা আরও কমে হয়েছে ২। উত্তর ২৪ পরগনায় ১ জন এবং কলকাতায় ১ জন করে রোগী মারা গিয়েছেন। গত কয়েক সপ্তাহ ধরে মৃতের সংখ্যা কমতে থাকার ঘটনা নিশ্চিত ভাবেই স্বস্তি বাড়িয়েছে। এ পর্যন্ত রাজ্যে মোট করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ১০,২০১।
এ পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে, ৫ লক্ষ ৭০ হাজার ৯৮১। এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৫ লক্ষ ৫৫ হাজার ৭৮৮ জন। মোট সংক্রমণের নিরিখে শীর্ষ স্থানে রয়েছে কলকাতা (১ লক্ষ ২৩ হাজার ৮৪৭)। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা (১ লক্ষ ১৮ হাজার ৩৭৫)।