Coronavirus

আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে, আতঙ্কিত না হয়ে জেনে নিন করোনা-পরীক্ষার বিষয়ে

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র নির্দেশিকা মেনে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) মান্যতা দিয়েছে এই পরীক্ষাগুলিকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২০ ০৪:৪২
Share:

ছবি: পিটিআই।

করোনা-পরীক্ষা

Advertisement

• কোভিড-১৯ সংক্রমণের যে পর্যায়ে ভারত রয়েছে, তাতে আক্রান্তের সংখ্যা আরও বাড়বে। আতঙ্কিত না হয়ে বরং জেনে নিন এই পরীক্ষার বিষয়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র নির্দেশিকা মেনে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) মান্যতা দিয়েছে এই পরীক্ষাগুলিকে।

Advertisement

পরীক্ষা কত রকম?

তিন রকম পরিস্থিতির ক্ষেত্রে তিনটি পৃথক পরীক্ষা। যদিও হু এবং আইসিএমআর করোনাভাইরাস শরীরে রয়েছে কি না তা জানতে একমাত্র পলিমারাইজ় চেন রিঅ্যাকশনকেই (পিসিআর) মান্যতা দিয়েছে। বাকি দু’টি মূলত এই সংক্রমণ সংক্রান্ত গবেষণার কাজে লাগবে।

১) পিসিআর পরীক্ষা দু’টি ধাপে হয়। প্রথমে হয় প্যানকরোনা পিসিআর। অর্থাৎ সংক্রমণ আদৌ করোনা গোত্রের কি না, সেটা জানতে এই পরীক্ষা। ফল পজ়িটিভ হলে একই নমুনায় এন কোভিড পরীক্ষা। ফলাফল পজ়িটিভ এলে তবেই রোগী কোভিড-১৯ আক্রান্ত। নেগেটিভ এলে রোগী করোনা গোত্রের হলেও কোভিড-১৯ আক্রান্ত নন।

২) পুল পলিমারাইজ় চেন রিঅ্যাকশন (পুল পিসিআর)।

৩) র‌্যাপিড অ্যান্টিবডি। (১ ও ২-এর ক্ষেত্রে লালারসের নমুনা এবং ৩-এ রক্তের নমুনা সংগ্রহ হয়।)

আরও পড়ুন: রাজ্যে এল কেন্দ্রীয় দল, মোদীকে চিঠি ক্ষুব্ধ মমতার

কখন পিসিআর?

• জ্বর, সর্দি, কাশি এবং হাঁচি বা ইনফ্লুয়েঞ্জার মতো উপসর্গ (ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস), নিঃশ্বাসে কষ্ট (সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইলনেস) নিয়ে তিন-চার দিন ভুগলে।

কখন পুল পিসিআর?

• কোভিড-১৯ সংক্রমণে হু-র নির্দেশিকা মেনে কমলা এবং সবুজ জ়োনে ভাগ করা বাসিন্দাদের মধ্যে ওই সংক্রমণ কতটা ছড়াচ্ছে, তা জানতে প্রশাসন পুল পিসিআর করবে। করোনার উপসর্গ আছে, এমন পাঁচ জন ব্যক্তির সংগৃহীত লালারসের নমুনা মিশিয়ে একটি কিটে পরীক্ষা করে ফলাফল জানা যাবে। পজ়িটিভ হলে ওই পাঁচ জনের লালারসের নমুনা আলাদা করে ফের পরীক্ষা ।

আরও পড়ুন: করোনা: অন্যদের চেয়ে আমরা ভাল, বলছে কেন্দ্র

কখন র‌্যাপিড অ্যান্টিবডি?

• ‘হটস্পট’ জ়োন বা স্পর্শকাতর এলাকায় যাঁদের ইনফ্লুয়েঞ্জার মতো উপসর্গ আছে, এই পরীক্ষা শুধু তাঁদের। উপসর্গ শুরুর সাত দিন পরে এই পরীক্ষা সম্ভব। এ ছাড়া মহামারি সংক্রান্ত চর্চায় নজরদারি (এপিডিমিয়োলজিক্যাল সার্ভেল্যান্স) রাখতে এই পরীক্ষা হবে। এই পরীক্ষায় আইজিএম (পজ়িটিভ মানে, শরীরে অতি সম্প্রতি ভাইরাস বাসা বেঁধেছে) অথবা আইজিজি (পজ়িটিভ মানে, শরীরে ভাইরাসের উপস্থিতি ছিল ৩-৪ সপ্তাহ আগে) আছে কি না দেখা যায়‌। কিন্তু সেই ভাইরাসই যে কোভিড-১৯, তা স্পষ্ট করে না এই পরীক্ষা।


(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement