প্রতীকী ছবি
কোভিশিল্ডের পর এ বার রাজ্যে আসছে কোভ্যাক্সিন। শুক্রবার পৌঁছে যেতে পারে করোনার এই প্রতিষেধক। কোভ্যাক্সিন তৃতীয় পর্যায়ের পরীক্ষানিরীক্ষার (ট্রায়াল) মধ্যে থাকলেও, কেন্দ্র এই প্রতিষেধক প্রয়োগে ছাড়পত্র দিয়েছে। রাজ্যে প্রায় ১ লক্ষ ১৯ হাজারের মতো কোভ্যাক্সিনের ডোজ পৌঁছতে পারে। যদিও এই প্রতিষেধক তড়িঘড়ি চিকিৎসক, নার্স অথবা স্বাস্থ্যকর্মীদের দেওয়া হবে না।
রাজ্যের স্বাস্থ্য দফতরের বিশেষজ্ঞ কমিটি বৈঠকে সিদ্ধান্ত হবে, কবে থেকে কোভ্যাক্সিন ব্যবহার করা হবে। ইতিমধ্যে গোটা দেশের সঙ্গে এ রাজ্যে করোনার টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছে। যদিও কো-উইন অ্যাপ-সহ নানা ধরনের সমস্যায় লক্ষ্যমাত্রায় পৌঁছনো সম্ভব হচ্ছে না। অনেকের মধ্যে ভয়ভীতি কাজ করছে। বৃহস্পতিবারও কিছু জায়গায় টিকা নিয়েছেন চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা।
আগামী কাল ফের কোভিশিল্ড দেওয়া হবে ২০৭টি স্বাস্থ্যকেন্দ্র এবং হাসপাতালে। কো-উইন অ্যাপ যাতে ঠিক মতো কাজ করে, সে দিকেও নজর রাখা হচ্ছে।