Locket Chatterjee

লকেট স্থিতিশীল

লকেট শেষ বার রাজ্য বিজেপি দফতরে গিয়েছিলেন গত ২৬ জুন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ জুলাই ২০২০ ০৫:২২
Share:

বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়।—ফাইল চিত্র।

করোনা আক্রান্ত বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের অবস্থা স্থিতিশীল। দক্ষিণ কলকাতায় ই এম বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে শুক্রবার রাত থেকে তিনি চিকিৎসাধীন। তাঁর স্বামী এবং পুত্রের করোনা পরীক্ষার রিপোর্ট অবশ্য নেগেটিভ এসেছে। লকেটের আপ্ত-সহায়ক এখনও করোনা পরীক্ষা করাননি। তবে তিনি বাড়িতে কোয়রান্টিনে আছেন। লকেট শেষ বার রাজ্য বিজেপি দফতরে গিয়েছিলেন গত ২৬ জুন। সে দিন তাঁর সঙ্গে একটি দলীয় কর্মসূচিতে থাকায় রাজ্য বিজেপির সম্পাদক তুষারকান্তি ঘোষ করোনা পরীক্ষা করিয়েছে‌ন। তাঁর রিপোর্ট আসার কথা আজ, সোমবার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement