Coronavirus in West Bengal

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সিপিএম সাংসদের

গত ২০ দিন ধরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আবুল হাসনত খান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

জঙ্গিপুর শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২১ ২২:১১
Share:

প্রয়াত প্রাক্তন সাংসদ আবুল হাসনত খান। —ফাইল চিত্র।

করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন রাজ্যের প্রাক্তন সাংসদ আবুল হাসনত খান। বয়স হয়েছিল ৭৪।

Advertisement

পরিবার সূত্রে খবর, করোনায় আক্রান্ত হওয়ার পর গত ২০ দিন ধরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। শুক্রবার রাত পৌনে ৮টা নাগাদ মৃত্যু হয় সাংসদের।

মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সিপিএম সাংসদ আবুলের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজ্যের রাজনৈতিক মহলে।

Advertisement

২০০৪ সালে লোকসভা নির্বাচনে আবুলকে ওই আসনে পরাজিত করেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখোপাধ্যায়। তবে তার আগে দীর্ঘ দিন ধরে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন তিনি। শুক্রবার তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী। অধীর বলেন, “আরও এক রাজনৈতিক ব্যক্তিত্বের করোনায় মৃত্যু হল। আমরা শোকাহত।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement