—ফাইল চিত্র।
কলকাতা মেডিক্যাল কলেজে এক প্রসূতির করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর এ বার নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দফতর। রাজ্যের সব হাসপাতাল কর্তৃপক্ষকে ওই নিয়ম মেনে চলতে বলা হয়েছে। হাসপাতালে কোনও প্রসূতি ভর্তি হওয়ার পর, যদি তিনি করোনা আক্রান্ত হয়েছেন বলে সন্দেহ হয়, তা হলে সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের ওই নির্দেশিকায় বলা হয়েছে, করোনা উপসর্গ রয়েছে সন্দেহ হলেই তাঁকে আলাদা আইসোলেশন রুমে রাখতে হবে। সেখানে তাঁর বিশেষ যত্ন নিতে হবে। সমস্ত সরকারি হাসপাতালের এক জন করে নোডাল অফিসারকে এ বিষয়ে স্বাস্থ্য ভবনের সঙ্গে সব সময় যোগাযোগ রেখে চলতে হবে। সরকারি নির্দেশ মেনে চলতে হবে চিকিৎসক, নার্স থেকে শুরু করে সকল স্বাস্থ্যকর্মীদের। প্রত্যেককেই পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) পরতে হবে।
প্রসূতিকে যে আইসোলেশন রুমে রাখা হবে, সেখানে আলাদা শৌচালয় থাকতে হবে। ওই আইসোলেশন রুমে খুব প্রয়োজন ছাড়া অবাধ যাতায়াত চলবে না। ভিজিটররা সেখানে যেতে পারবেন না। প্রসূতির চিকিৎসায় সব রকমের প্রয়োজনীয় বন্দোবস্ত করতে হবে।
আরও পড়ুন: রাজ্যে নতুন করোনা আক্রান্ত ১০ জন, মোট ১২০, জানাল স্বাস্থ্য ভবন
আরও পড়ুন: ব্রেক দ্য চেন: হাই রিস্ক স্পটে একগুচ্ছ নতুন কৌশল স্বাস্থ্য দফতরের
কোনও প্রসূতি যদি করোনা আক্রান্ত বলে সন্দেহ হয়, তা হলে তাঁর অস্ত্রোপচারের ক্ষেত্রে আলাদা ওটি-র ব্যবস্থা করতে হবে। ওই প্রসূতি আক্রান্ত হলে, তাঁকে আইসোলেশন ওয়ার্ডে রেখেই চিকিৎসা চলাতে হবে। মেডিক্যাল কলেজের এক কর্মীও করোনায় আক্রান্ত হন। সে ক্ষেত্রেও নির্দেশিকা দেওয়া হয়েছে। এ ক্ষেত্রেও রোগীকে আইসোলেশন রুমে রাখতে হবে। এন-৯৫ মাস্ক এবং পিপিই পরে সেখানে প্রবেশ করতে হবে স্বাস্থ্যকর্মীদের।
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)