Coronavirus

দিলীপের আবিষ্কার করোনায় শনি!

গোমূত্র খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার কথা মানতে চাননি দিলীপবাবু।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২২ মার্চ ২০২০ ০৪:৫২
Share:

—ফাইল চিত্র।

করোনার পিছনে শনির প্রকোপ— তত্ত্ব দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপবাবু শনিবার বলেন, ‘‘একটা ভিডিয়োয় দেখলাম, পুরাণের একটি শ্লোকে ভাইরাসের কথা বলা হয়েছে। সেখানে বলা হয়েছে, যে বছর শনির প্রকোপ হয়, সে বছর এ ধরনের মহামারী হয়। ২৫ মার্চ এই প্রকোপ বাড়বে। দু’মাস এই প্রকোপ চলবে। তিন-চার মাসে ঠান্ডা হয়ে যাবে।’’ তাঁর দাবি, ‘‘পিৎজা, পাস্তা খেলে পস্তাতে হবে। প্রাকৃতিক চিকিৎসা, টোটকা, জড়িবুটিতে বিশ্বাস করি বলেই আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। তাই ভারতে করোনার সংক্রমণ কম হয়েছে।’’

Advertisement

গোমূত্র পানের পক্ষেও সওয়াল করে দিলীপবাবু বলেন, ‘‘কেউ গোমূত্রকে করোনার প্রতিষেধক মনে করলে তাঁর তা খাওয়া উচিত। অবিশ্বাস করে বাঁচার চেয়ে বিশ্বাস করে মরাও ভাল।’’ গোমূত্র খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার কথা মানতে চাননি দিলীপবাবু।

আরও পড়ুন: আজ ‘জনতা কার্ফু’, জোর চান না মমতা

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement