Coronavirus

করোনা আতঙ্কে জাহাজবন্দি ২৬০০, ফিরতে চেয়ে ফেসবুকে আর্জি বাঙালি যুবকের

এই মুহূর্তে জাহাজে ১৬০ জন ভারতীয় ক্রু রয়েছেন বলে জানান বিনয়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২০ ১৮:৩১
Share:

বিনয়কুমার সরকার। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত।

করোনা আক্রান্তদের সঙ্গে আটকে পড়েছেন সমুদ্রে। সেই অবস্থায় জাপান উপকূল থেকে ভারত সরকারের উদ্দেশে ফের বার্তা পাঠালেন বাঙালি যুবক। তাঁর দাবি, রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এমন পরিস্থিতিতে ভারতীয়দের উদ্ধার করতে দ্রুত ব্যবস্থা নিক ভারত সরকার।

Advertisement

উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ার কানকির হাতিপার এলাকার বাসিন্দা ওই যুবকের নাম বিনয়কুমার সরকার। জাপানের ডায়মন্ড প্রিন্সেস নামে একটি জাহাজের কেবিন ক্রু তিনি। শুক্রবার জাহাজ থেকেই ফেসবুকে একটি ভিডিয়ো বার্তা পোস্ট করেন তিনি।

ওই ভিডিয়োয় বিনয় বলেন, ‘‘এই মুহূর্তে ইয়োকোহামা বন্দরে জাহাজের মধ্যে আটকে রয়েছি আমরা। ডেঞ্জার জোনে রয়েছি। গত কাল ২১ জন করোনাভাইরাস পজিটিভ ছিলেন। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে, আজ তা ৬২-তে গিয়ে ঠেকেছে। তাঁদের মধ্যে দু’জন ক্রু সমেত ৪১ জনকে আজ অ্যাম্বুল্যান্সে চাপিয়ে বাইরে পাঠানো হয়েছে। ওঁদের আইসোলেটেড করে রাখা হবে।’’

Advertisement

আরও পড়ুন: সপ্তম শ্রেণির ছাত্রীকে পরিকল্পনা করে গণধর্ষণ! গ্রেফতার বাড়িমালিক​

এই মুহূর্তে জাহাজে ১৬০ জন ভারতীয় ক্রু রয়েছেন বলে জানান বিনয়। যে ভাবে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে, তাতে তাঁদের অবিলম্বে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হোক বলে ভারত সরকারের কাছে আবেদন জানিয়েছেন তিনি। বিনয় বলেন, ‘‘জাহাজে আমরা ১৬০ জন ভারতীয় ক্রু রয়েছি।দিনের পর দিন যে ভাবে সংক্রমণ ছড়াচ্ছে, তাতে আতঙ্ক ছড়াচ্ছে। তাই ভারত সরকারের কাছে অনুরোধ, আমাদের অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হোক। সেখানে পরীক্ষা করে দেখা হোক, কার শরীরে ভাইরাস রয়েছে, আর কার শরীরে নেই। আক্রান্তদের থেকে বাকিদের আলাদা রাখা হোক। আমার পরিবারের সকলে খুব চিন্তিত। আমিও খুব ভয়ে রয়েছি।’’

এর আগে, বৃহস্পতিবারও জাহাজের কেবিন থেকে ফেসবুকে একটি ভিডিয়ো আপলোড করেন বিনয়। তাতে তিনি জানান, ২৬০০ জন যাত্রীর সঙ্গে তিন দিন ধরে তিনিও জাহাজে বন্দি। সংক্রমণ ছড়ানোর আশঙ্কায় বন্দরে তাঁদের নামতে দেওয়া হচ্ছে না। উহান থেকে ভারতীদের উদ্ধারে মোদী সরকার যে ভাবে সক্রিয়। হয়েছে, তাঁদের নিয়েও ভাবনা-চিন্তা করুক। বিষয়টি সামনে আসতেই নড়েচড়ে বসেছে বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। মানবিকতার দিক থেকে বিষয়টি বিবেচনা করে মুখ্যমন্ত্রী দিল্লিতে তাঁর সংসদীয় দলের নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন।লোকসভা অথবা রাজ্যসভায় প্রসঙ্গটি তুলতে নির্দেশ দিয়েছেন মমতা।

এই জাহাজেই আটকে রয়েছেন ১৬০ ভারতীয়। ছবি: রয়টার্স।

আরও পড়ুন: বয়স নয়, ঋতুমতী হলেই বিয়ের যোগ্য, বিতর্কিত মন্তব্য পাক আদালতের​

বিনয় জানান, ২০ জানুয়ারি জাপানের ইয়োকোহামা থেকে তাঁরা রওনা দেন। ২৫ জানুয়ারি হংকংয়ে পৌঁছন। সেখান থেকে এক জন যাত্রী উঠেছিলেন। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন বলে সন্দেহ। হংকং থেকে ফের ২৮ জানুয়ারি রওনা হয়েছিলেন তাঁরা। গন্তব্য ছিল ভিয়েতনাম। কিন্তু ২ ফেব্রুয়ারি সংক্রমণের কথা জানতে পেরে দ্রুত টোকিয়োর কাছে জাহাজ ফেরানো হয়। ৫ ফেব্রুয়ারি থেকে সেখানেই আটকে রয়েছেন তাঁরা। সংবাদ সংস্থা এএফপি-র তরফে জানানো হয়েছে, শনিবার ওই জাহাজে আরও তিন জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement