Reclaim the night

রিমঝিমদের ‘বিকল্প মানুষের মঞ্চ’ গঠনে পরামর্শদাতাদের নাম নিয়ে বিতর্ক, নতুন করে ভাবনাচিন্তা শুরু সংগঠকদের

তালিকায় নাম ছিল অপর্ণা সেন, জঁ দ্রেজ, নিবেদিতা মেনন, বৃন্দা গ্রোভার, দীপেশ চক্রবর্তীদের। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যেই সেই নাম নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৪ ২২:০৬
Share:

শুক্রবার সাংবাদিক বৈঠকে বক্তৃতা করছেন রিমঝিম সিংহ। —ফাইল ছবি।

‘মেয়েরা রাত দখল করো, দিন বদল করো’র তরফে শুক্রবার সাংবাদিক বৈঠক করে বিকল্প মানুষের মঞ্চ গড়ার ডাক দিয়েছিলেন। প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছিল, এ বিষয়ে পরামর্শদাতা হিসাবে বেশ কয়েক জন বিশিষ্ট মানুষকে তাঁরা পেয়েছেন। সেই তালিকায় নাম ছিল অপর্ণা সেন, জঁ দ্রেজ, নিবেদিতা মেনন, বৃন্দা গ্রোভার, দীপেশ চক্রবর্তীদের। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যেই সেই নাম নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। যার ফলস্বরূপ উদ্যোক্তাদের তরফে রিমঝিম সিংহ জানিয়েছেন, এ বিষয়ে তাঁরা নিজেদের মধ্যে আলোচনা করছেন। পরবর্তীতে সবটা জানানো হবে।

Advertisement

পরামর্শদাতাদের তালিকায় তাঁদের নাম নিয়ে দীর্ঘ বিবৃতি দিয়েছেন লেখিকা-অধ্যাপক নিবেদিতা এবং আইনজীবী বৃন্দা। তাঁরা ওই বিবৃতিতে লিখেছেন, ‘‘প্রেস বিবৃতিতে পরামর্শদাতা কমিটিতে নিজেদের নাম দেখে আমরা হতবাক।’’ রিমঝিমের সঙ্গে তাঁদের কী কথা হয়েছিল, তাঁরা কী বলেছিলেন, তা বিস্তারিত ভাবে বিবৃতিতে উল্লেখ করেছেন নিবেদিতা এবং বৃন্দা। রিমঝিমের উদ্দেশে ওই বিবৃতিতে তাঁরা লেখেন, ‘‘আপনারা আমাদের মেন্টর হিসাবে স্বীকৃতি দিতে চেয়েছিলেন। আমরা রাজি হয়েছিলাম।’’ সেই সঙ্গে তাঁরা এ-ও লিখেছেন, ‘‘আমাদের এটা বলা হয়নি যে, আনুষ্ঠানিক ভাবে উপদেষ্টা বোর্ডে আমাদের নাম ঘোষণা করা হবে। সেখানে আর কারা রয়েছেন, সে ব্যাপারেও আমাদের কিছু বলা হয়নি।’’

অপর্না সেনও জানিয়েছেন তিনি রিমঝিমের সঙ্গে কোনোভাবেই জড়িত নন। বলেছেন, ‘‘রিমঝিম সব সময়ই আমার সঙ্গে যোগাযোগ রাখে। এই বিষয় নিয়েও আমাদের মধ্যে ফোনালাপ হয়েছে। সবসময়ই, কোনও প্রয়োজনীয় পদক্ষেপ করার আগে ও আমার সঙ্গে আলোচনা করে নিয়েছে। তবে ওদের সংগঠনে কোনও পরিমর্শদাতা হিসাবে আমি জড়িত নই। রিমঝিম হয়তো আমাকে একরকম পরামর্শদাতা হিসাবে ব্যক্তিগতভাবে দেখে। তাই এমন কথা ও বলে থাকতে পারে।’’

Advertisement

পরামর্শদাতাদের তালিকায় ইতিহাসবিদ দীপেশ চক্রবর্তীর নাম নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। এ প্রসঙ্গে রিমঝিম শনিবার বলেন, ‘‘শুক্রবার সাংবাদিক সম্মেলনের সময় পর্যন্ত আমরা জানতাম না দীপেশ চক্রবর্তীর নামে যৌন হেনস্থার অভিযোগ রয়েছে। জানার পর আমরা নিজেদের মধ্যে আলোচনা করছি। পরবর্তীতে পরামর্শদাতাদের নাম আমরা জানাব।’’

নারীদের অধিকার রক্ষার লড়াইয়ের মঞ্চে দীপেশের নাম কী ভাবে পরামর্শদাতাদের তালিকায় থাকতে পারে তা নিয়ে অনেকেই ইতিমধ্যে প্রশ্ন তুলেছেন। তবে সূত্রের খবর, প্রাথমিক ভাবে নিবেদিতা এবং বৃন্দা দু’জনেই জানিয়ে দিয়েছেন, তাঁরা পরামর্শদাতা হিসাবে থাকতে চান না। নিবেদিতাদের বিবৃতির পর সংগঠকেরা জানিয়েছিলেন, কোনও বোর্ড গঠন করা হয়নি। যাঁদের নাম রয়েছে তাঁদের নাম ব্যক্তিগত ভাবে পরামর্শদাতা হিসাবে লেখা হয়েছিল। কিন্তু বিতর্ক তৈরি হওয়ায় আপাতত নতুন করে আলোচনা শুরু করতে হয়েছে রিমঝিমদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement