প্রজাতন্ত্র দিবসে উল্টো জাতীয় পতাকা তোলার অভিযোগ উঠল চালসার মেটেলি ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতরে। তবে কেন এমনটা হল তা অবশ্য জানা যায়নি। নিজস্ব চিত্র
প্রজাতন্ত্র দিবসে উল্টো করে পতাকা তোলার অভিযোগ উঠল সাঁইথিয়ার মাঠপলশা পঞ্চায়েত এবং রামপুরহাট জেলা পরিষদের বাংলোতে। সেই ছবি ভাইরাল হতেও সময় লাগেনি। মাঠপলসা পঞ্চায়েত এলাকার বাসিন্দারাই বিষয়টি নজরে আনেন। বাসিন্দাদের অভিযোগ, শনিবার সকালে পঞ্চায়েত ভবনের সামনে উল্টো ভাবে পতাকা উড়তে দেখা গিয়েছে। পঞ্চায়েত প্রধান অভিজিৎ সাহা অবশ্য উল্টো পতাকা তোলার অভিযোগ মানেননি। তাঁর দাবি, ‘‘এটা চক্রান্ত। সোজা করেই পতাকা তুলেছিলাম। কিন্ত আমরা বেরিয়ে যাওয়ার পরে কেউ হয়তো আমাদের অপদস্থ করতে এটা করেছে।’’ অন্যদিকে, এ দিন রামপুরহাট জেলা পরিষদের বাংলোতেও জাতীয় পতাকা উল্টো করে তোলার অভিযোগ ওঠে। জেলা পরিষদের পক্ষ থেকে জানানো হয়, কারা এটা করল খতিয়ে দেখা হচ্ছে।