Due Money

বকেয়া টাকার দাবি, অবস্থানে ঠিকাদারেরা

দাবি, দ্রুত টাকা মেটাতে হবে। সেই সঙ্গে, বর্তমান বাজারদর অনুযায়ী দরপত্রের মূল্য বাড়াতে হবে।

Advertisement

নিজস্ব সংবাদাতা

শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪ ০৪:৩৩
Share:

ঠিকাদার সংগঠনের অবস্থান-বিক্ষোভ। — নিজস্ব চিত্র।

রাজ্যের কাছে বকেয়া টাকা মেটানোর দাবিতে মঙ্গলবার কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান করল ফেডারেশন অব কনট্রাক্টর্স অ্যাসোসিয়েশন। তাদের বক্তব্য, দ্রুত টাকা মেটাতে হবে। সেই সঙ্গে, বর্তমান বাজারদর অনুযায়ী দরপত্রের মূল্য বাড়াতে হবে। প্রসঙ্গত, এর আগে হাওড়ার শরৎ সদনে একই দাবিতে অধিবেশনও হয়েছিল। সংগঠনের সম্পাদক দেবাশিস সরকার বলেন, “আমরা চাই সরকার নির্মাণ-শিল্পের দিকে দৃষ্টি দিক। নির্মাণ-শিল্প বাঁচিয়ে রাখতে দ্রুত সব সরকারি দফতরে আমাদের যা বকেয়া আছে, সেটাও মিটিয়ে দিক।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement