প্রতীকী ছবি
জিএসটি-র আওতায় আসুক পেট্রল, ডিজেল। তা হলেই সাধারণ মানুষের ভোগান্তি কমবে। প্রেস বিবৃতি দিয়ে এই দাবি তুলল প্রদেশ কংগ্রেস। প্রতিদিনই একটু একটু করে বাড়ছে পেট্রল ও ডিজেলের দাম। কোথাও কোথাও দাম ১০০ পার করেছে, কলকাতায় দাম ১০০ ছুঁইছুঁই। এই পরিস্থিতিতে কংগ্রেসের তরফ থেকে কর কমিয়ে তেলের দাম কমানোর আর্জি জানানো হয়েছে।
চিঠিতে লেখা হয়েছে, ‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পেট্রল ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে প্রধানমন্ত্রীকে একাধিক চিঠি লিখেছেন। কিন্তু তাতে লাভ হয়নি। আমরা চাই প্রধানমন্ত্রী এই বিষয়ে পদক্ষেপ করুন।’ পেট্রল-ডিজেলকে যাতে জিএসটি ভুক্ত করা হয়, সেই দাবি তোলে কংগ্রেস।
যুক্তি দিয়ে বলা হয়েছে, জিএসটি-র সর্বোচ্চ করের পরিমাণ হল ৫০ শতাংশ। পেট্রলের উপর জিএসটি চাপলেও দাম কমে হতে পারে ৫০ টাকার কাছাকাছি। প্রশ্ন তোলা হয়েছে, ‘সারা পৃথিবী যখন কম দামে তেল পাচ্ছে, তা হলে ভারত কেন পাবে না? এই কী তবে ‘অচ্ছে দিন’-এর নমুনা?