Congress

মাদক-মামলায় জামিন মঞ্জুর কংগ্রেস কর্মীর

মাদক রাখার মামলায় ব্যারাকপুরের কংগ্রেস কর্মী বিশাল শুক্লের শর্তাধীনে জামিন মঞ্জুর করল কলকাতা হাই কোর্ট।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২২ ০৭:৩৪
Share:

পুরভোটে ব্যারাকপুরের ২০ নম্বর ওয়ার্ডের নির্বাচনী এজেন্ট ছিলেন বিশাল। ফাইল চিত্র।

মাদক রাখার মামলায় ব্যারাকপুরের কংগ্রেস কর্মী বিশাল শুক্লের শর্তাধীনে জামিন মঞ্জুর করল কলকাতা হাই কোর্ট। পুরভোটে ব্যারাকপুরের ২০ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী রাকেশ শুক্লের নির্বাচনী এজেন্ট ছিলেন বিশাল। তাঁর বিরুদ্ধে মাদক রাখার অভিযোগ (এনডিপিএস আইনে) এনেছিল টিটাগড় থানার পুলিশ। কলকাতা হাই কোর্টে বিচারপতি জয়মাল্য বাগচী ও অপূর্ব সিংহ রায়ের বেঞ্চে তাঁর জামিনের আবেদন মঞ্জুর হয়েছে। আইনজীবী ও কংগ্রেস নেতা কৌস্তুভ বাগচীর দাবি, ‘‘ব্যারাকপুরের ওই ওয়ার্ডে তৃণমূল অল্প ব্যবধানে জেতার পরে আক্রোশ থেকে কংগ্রেস প্রার্থীর এজেন্টের বিরুদ্ধে এই মিথ্যা অভিযোগ আনা হয়েছিল। মোবাইল টাওয়ার লোকেশন থেকে বোঝা যাচ্ছে, অভিযোগ ভিত্তিহীন। মহামান্য আদালত জামিন মঞ্জুর করেছে।’’ ওই ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে পৃথক মামলাও চলছে হাই কোর্টের অন্য বেঞ্চে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement