শহরে কংগ্রেসের সমাবেশ ১২ই

এ বার পুজোর আগে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিরুদ্ধে একগুচ্ছ দাবি নিয়ে শহরে কেন্দ্রীয় সমাবেশ করতে চলেছে প্রদেশ কংগ্রেস।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০১৯ ০০:২৮
Share:

ছবি: সংগৃহীত।

সাম্প্রতিক কালে পুলিশের ডিসি-র দফতরের সামনে অবস্থান বা কলকাতা পুরসভার সামনে সভা হয়েছে। এ বার পুজোর আগে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিরুদ্ধে একগুচ্ছ দাবি নিয়ে শহরে কেন্দ্রীয় সমাবেশ করতে চলেছে প্রদেশ কংগ্রেস।

Advertisement

রাজ্যে রেশন দুর্নীতি, বিদ্যুতের বর্ধিত মাসুল, ব্যাঙ্ক-সহ নানা আমানতে কেন্দ্রের সুদের হার কমিয়ে দেওয়া, রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র রক্ষা করায় ব্যর্থতা— এমনই নানা বিষয় সামনে রেখে আগামী ১২ সেপ্টেম্বর রানি রাসমণি অ্যাভিনিউয়ে সমাবেশে থাকবেন এআইসিসি-র তরফে বাংলার ভারপ্রাপ্ত নেতা গৌরব গগৈ, প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র ও অন্য নেতারা। অন্য দিকে, যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি হয়ে বি ভি শ্রীনিবাস রবিবারই প্রথম কলকাতায় এসেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement