Congress

‘রাজভবন ঘেরাও’ আজ কংগ্রেসের  

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ জুলাই ২০২০ ০৫:২৬
Share:

—ফাইল চিত্র।

রাজ্যপালের সাংবিধানিক পদকে ‘অপব্যবহার’ করে নির্বাচিত রাজ্য সরকারকে ফেলে দেওয়ার চেষ্টা করছে বিজেপি-শাসিত কেন্দ্রীয় সরকার, এই অভিযোগে দেশ জুড়ে বিক্ষোভের ডাক দিল কংগ্রেস। গোটা দেশেই আজ, সোমবার রাজভবনের সামনে প্রতিবাদ জানাতে যাবেন কংগ্রেস কর্মীরা। কলকাতায় আজ প্রদেশ কংগ্রেস ও যুব কংগ্রেস মিলিত ভাবে রাজভবনের ফটকের সামনে ‘ঘেরাও’-এর কর্মসূচি নিয়েছে।

Advertisement

রাজস্থানের ঘটনার পরিপ্রেক্ষিতে রবিবার সামাজিক মাধ্যমে ‘স্পিক আপ ফর ডেমোক্র্যাসি’ নামে প্রতিবাদ কর্মসূচিতে রাহুল গাঁধী-সহ সর্বভারতীয় নেতাদের পাশাপাশি এ রাজ্যের কংগ্রেস নেতা, সাংসদ, বিধায়কেরাও শামিল হয়েছিলেন। রাজস্থানের রাজ্যপাল কলরাজ মিশ্র কেন বিধানসভার অধিবেশন ডাকার সম্মতি দিয়ে অশোক গহলৌতের সরকারকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের সুযোগ দিচ্ছেন না, তা নিয়েই প্রশ্ন তুলেছে কংগ্রেস। এ রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নান এ দিন বলেন, ‘‘মধ্যপ্রদেশের পরে এখন রাজস্থান। নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকেই যে ভাবে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে কুক্ষিগত করে নিয়েছে কেন্দ্রীয় সরকার, যে ভাবে নির্বাচিত সরকারকে সরিয়ে দিয়ে জনগণের রায় ছাড়াই নিজেদের দলের সরকার প্রতিষ্ঠার চেষ্টা করছে, এটা স্বৈরাচার ছাড়া কিছু নয়। এটা শুধু কংগ্রেসের সরকারকে ফেলে দেওয়ার ষড়যন্ত্র নয়, গণতন্ত্রকে ধ্বংস করার চেষ্টা। গণতন্ত্র রক্ষার লড়াইয়ে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement