Congress

‘বিধান ক্যান্টিন’

‘বিধান ক্যান্টিনের’ উদ্বোধনী অনুষ্ঠানে সোমবার হাজির ছিলেন অমিতাভ সিংহ, সিজ়ার ঘটক, দিলীপ ভট্টাচার্য, কিংশুক মজুমদার প্রমুখ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ জুন ২০২১ ০৫:৫১
Share:

বিধাননগরে চালু হল বিধান ক্যান্টিন। —নিজস্ব চিত্র।

বামেরা শ্রমজীবী ক্যান্টিন চালু করেছে আগেই। এ বার একই পথে কংগ্রেসও। করোনা পরিস্থিতি এবং রাজ্যে কার্যত লকডাউনের মধ্যে বিপন্ন, গরিব মানুষের জন্য শুরু হল ‘বিধান ক্যান্টিন’। বিধাননগরের পিএনবি মোড়ে প্রতিদিন দুপুর ১২টা থেকে ওই ক্যান্টিন চালু থাকবে। ‘বিধান ক্যান্টিনের’ উদ্বোধনী অনুষ্ঠানে সোমবার হাজির ছিলেন অমিতাভ সিংহ, সিজ়ার ঘটক, দিলীপ ভট্টাচার্য, কিংশুক মজুমদার প্রমুখ। বিধাননগর কংগ্রেসের পরিচালনায় এই ক্যান্টিন পরিষেবা চলবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement