Congress Protest

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু, বিক্ষোভ কংগ্রেসের

ভবানীপুরের জাস্টিস দ্বারকানাথ রোডে এক কিশোরের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনার প্রতিবাদে রবিবার দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের ডাকে ঘটনাস্থলেই বিক্ষোভসভা হল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২৪ ০৯:১১
Share:

কংগ্রেসের বিক্ষোভ। জাস্টিস দ্বারকানাথ রোডে। —নিজস্ব চিত্র।

ঘূর্ণিঝড় ‘দানা’র জেরে তৈরি হওয়ার দুর্যোগের সময়ে ভবানীপুরের জাস্টিস দ্বারকানাথ রোডে এক কিশোরের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনার প্রতিবাদে রবিবার দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের ডাকে ঘটনাস্থলেই বিক্ষোভসভা হল। ছিলেন প্রদীপ প্রসাদ, আশুতোষ চট্টোপাধ্যায়েরা। দলের দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস সভাপতি প্রদীপের অভিযোগ, “জল যদি না জমত, তা হলে কি ওই কিশোরের মৃত্যু হত? কলকাতার ৭০ নম্বর ওয়ার্ডে জল জমার সমস্যা দীর্ঘদিনের। সিইএসসি-র গাফিলতিতে না কি কলকাতা পুরসভার উদাসীনতায় মৃত্যু, সে সব প্রমাণ সাপেক্ষ। এই মৃত্যুর দায় কে নেবে?” কংগ্রেসের তরফে মৃতের বাড়ির এক জনের সরকারি চাকরি ও তার অভিভাবকদের এককালীন আর্থিক সাহায্য করার দাবিও জানানো হয়েছে। সেই সঙ্গে, প্রতি বছরই জমা জলে ‘বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার রীতি কবে বন্ধ হবে’ বলে প্রশ্ন তোলেন বিক্ষোভকারীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement