পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিক্ষোভকারীদের। —নিজস্ব চিত্র।
রাজ্যপাল সি ভি আনন্দ বোস যে দিন সন্দেশখালি গেলেন, সে দিনই রাজভবনের ফটকের সামনে বিক্ষোভ দেখাল কংগ্রেস। দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের ডাকে সোমবার ওই কর্মসূচি ঘিরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধে বিক্ষোভকারীদের। আহত হয়েছেন কয়েক জন। বিক্ষোভে ছিলেন প্রদেশ কংগ্রেসের নেতা শুভঙ্কর সরকার, আশুতোষ চট্টোপাধ্যায়েরাও। ঘটনাস্থল থেকেই
দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ প্রসাদ, আশুতোষ, শাজাহান দেওয়ান-সহ দলের নেতা -কর্মীদের গ্রেফতার করে লালবাজারে নিয়ে যায় পুলিশ। রাতে তাঁরা ছাড়া পান। কংগ্রেসের অভিযোগ, মহিলাদের সম্মান ভূ-লন্ঠিত, অত্যাচার সীমা ছাড়িয়েছে, এ সবের জেরে এক সপ্তাহ ধরে সন্দেশখালিতে আন্দোলন চলছে তবু রাজ্য প্রশাসন দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ। রাজ্যপাল মুখে নানা ঘোষণা করলেও কাজের কাজ হচ্ছে না বলে কংগ্রেসের অভিযোগ। সন্দেশখালি -প্রশ্নে মঙ্গলবারই লালবাজার অভিযানের ডাক দিয়েছে মধ্য কলকাতা জেলা কংগ্রেস।