কলকাতায় মণিপুর হাউজ়ের সামনে কংগ্রেসের বিক্ষোভ ও ডেপুটি রেসিডেন্ট কমিশনারের কাছে দরবার। —নিজস্ব চিত্র।
মণিপুরে লাগাতার জাতি সংঘর্ষ এবং প্রাণহানির ঘটনা মোকাবিলায় সে রাজ্যের সরকার ও কেন্দ্রীয় সরকারের ‘ব্যর্থতা’র প্রতিবাদে কলকাতায় বিক্ষোভ দেখাল কংগ্রেস। মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের পদত্যাগের দাবিতে বালিগঞ্জে মণিপুর হাউজ়ের সামনে সোমবার সন্ধ্যায় বিক্ষোভের ডাক দেওয়া হয়েছিল দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের তরফে। সেই কর্মসূচিতে শামিল হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার আরও এক ধাপ এগিয়ে মুখ্যমন্ত্রী বীরেনকে অবিলম্বে গ্রেফতারের দাবিও তুলেছেন।
শুভঙ্করের বক্তব্য, ‘‘এত দিন ধরে মণিপুর জ্বলছে। কেন্দ্রীয় সরকার নীরব। নির্বাচনী প্রচার চালালেন কিন্তু প্রধাননমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে যাওয়ার সময় পেলেন না। মণিপুর কি দেশের মানচিত্রের বাইরে? কেন এই রাজ্য সরকারকে বাতিল করা হল না?’’ কংগ্রেস নেতা রাহুল গান্ধী শান্তি প্রতিষ্ঠার জন্য বারবার চেষ্টা করেছেন বলে দাবি করে প্রদেশ সভাপতির আরও প্রশ্ন, ‘‘আর জি কর থেকে মণিপুর, মহিলাদের উপরে অত্যাচার হচ্ছে। তা হলে মণিপুর নিয়ে এ রাজ্যের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারদের গলাই বা কেন শোনা যাচ্ছে না?’’ মোমবাতি জ্বালিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি শুভঙ্কর, দক্ষিণ কলকাতা জেলা সভাপতি প্রদীপ প্রসাদ প্রমুখ এ দিন কলকাতায় মনিপুরের ডেপুটি রেসিডেন্ট কমিশনারের সঙ্গে দেখা করে উত্তর-পূর্বের ওই রাজ্যে শান্তি প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন।