Congress

মান্থা-কাণ্ডে থানায় বিক্ষোভ কংগ্রেসের

দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস নেতৃত্বের অবশ্য দাবি, বিচারপতির বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়ে আইন-বিরুদ্ধ কাজ যাঁরা করেছেন, তাঁদের শাস্তি পাওয়া উচিত। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২৩ ০৬:১৯
Share:

লেক থানার সামনে কংগ্রেসের বিক্ষোভ। নিজস্ব চিত্র।

কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার বাড়ির সামনে তাঁর বিরুদ্ধে পোস্টার লাগানোর ঘটনায় জড়িতদের গ্রেফতার দাবি করে বিক্ষোভ দেখাল কংগ্রেস। লেক থানার সামনে শুক্রবার বিক্ষোভ-জমায়েতে ছিলেন দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ প্রসাদ, আশুতোষ চট্টোপাধ্যায়, স্বপন রায়চৌধুরীরা। থানায় গিয়েও তাঁরা ওই দাবি জানিয়েছেন। পরে প্রদীপ বলেন, পুলিশের তরফে তাঁদের বলা হয়েছে লেক ও হেস্টিংস থানায় এই নিয়ে দু’টো অভিযোগ দায়ের হয়েছে। যে ধারায় মামলা রুজু হয়েছে, তা জামিনযোগ্য। ফলে, কাউকে আটক রাখা কঠিন। দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস নেতৃত্বের অবশ্য দাবি, বিচারপতির বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়ে আইন-বিরুদ্ধ কাজ যাঁরা করেছেন, তাঁদের শাস্তি পাওয়া উচিত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement