Youth Congress

হিমন্তের মন্তব্যে বিক্ষোভ কংগ্রেসের

কলকাতায় অসম হাউসের সামনে সোমবার বিক্ষোভ দেখান যুব কংগ্রেসের নেতা-কর্মীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২২ ০৯:৩৯
Share:

অসম হাউসের সামনে যুব কংগ্রেসের বিক্ষোভ নিজস্ব চিত্র।

কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী এবং দলের নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ‘কুৎসিত মন্তব্যের’ প্রতিবাদে বিক্ষোভে নামল যুব কংগ্রেস। কলকাতায় অসম হাউসের সামনে সোমবার বিক্ষোভ দেখান যুব কংগ্রেসের নেতা-কর্মীরা। তাঁদের অভিযোগ, সনিয়া ও রাহুলের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ করতে গিয়ে শালীনতার সীমা অতিক্রম করছেন অসমের বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী। বিক্ষোভ কর্মসূচিতে ছিলেন প্রদেশ কংগ্রেসের আশুতোষ চট্টোপাধ্যায়, প্রদেশ যুব কংগ্রেসের সহ-সভাপতি শাদাব সিদ্দিকী, প্রশান্ত সামন্ত, সাধারণ সম্পাদক শেখ হবিবুর রহমান, মহম্মদ সরফরাজেরা। বিক্ষোভে হিমন্তের কুশপুতুলও পোড়ান যুব কংগ্রেসের কর্মীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement