সংবিধান রক্ষার ডাক দিয়ে কংগ্রেসের মিছিল। —নিজস্ব চিত্র।
সংবিধান, দলিত এবং বি আর অম্বেডকরের বিরুদ্ধে বিজেপি এবং আরএসএস, এই অভিযোগ তুলে শনিবার পথে নামল প্রদেশ কংগ্রেস। দলের ডাকে এ দিন স্বভূমিতে অম্বেডকরের মূর্তির সামনে থেকে বেলেঘাটা গান্ধী আশ্রম পর্যন্ত ‘জয় ভীম, জয় সংবিধান, জয় বাপু’ এই নাম দিয়ে প্রতিবাদ মিছিলে যোগ দিয়েছিলেন কংগ্রেস নেতা-কর্মীরা। ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, দলের নেতা প্রদীপ ভট্টাচার্য, অমিতাভ চক্রবর্তী-সহ অন্যেরা। সংসদে কংগ্রেস-সহ বিরোধীদের আক্রমণ করতে গিয়ে অম্বেডকরের নাম করে ‘ফ্যাশন’ শব্দটি ব্যবহার করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই সূত্র ধরে শুভঙ্করের অভিযোগ, “শাহ সংবিধানে বর্ণিত সমান অধিকারের ধারণাকেই পিষে ফেলতে চেয়েছেন। বিজেপি এবং আরএসএস প্রথম থেকে সংবিধানের বিরোধী। তারা ‘মনু স্মৃতি সংহিতা’কে সংবিধান করতে চায়।” মিছিল থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে শাহের অপসারণের দাবিও ফের তুলেছেন কংগ্রেস নেতৃত্ব। সেই সঙ্গে, জাতিভিত্তিক জনগণনার দাবিও জানিয়য়েছেন তাঁরা। পাশাপাশি, সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনায় এক কিশোরীর ধর্ষণ-খুনের ঘটনাকে সামনে রেখে এবং দলিত নির্যাতনের অভিযোগ তুলে এই বিষয়ে রাজ্য সরকার চুপ কেন, সেই প্রশ্নও তুলেছেন শুভঙ্কর। দেশের সংবিধান, ধর্মনিরপেক্ষতা এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে রক্ষা করার ডাক দিয়ে প্রজাতন্ত্র দিবসের দিন, আজ, রবিবার পথে নামছে বামফ্রন্টও। শহরের চার জায়গা, এন্টালি, শ্যামবাজার, হাজরা এবং খিদিরপুরে ‘শপথ সমাবেশে’র ডাক দিয়েছে বামফ্রন্ট।