Congress

সম্প্রীতির বার্তা, মিছিল কংগ্রেসের

মসজিদ ও রামমন্দিরের সামনে দু’টি করে সাদা পায়রা, সাদা বেলুন উড়িয়ে সম্প্রীতির বার্তা দিয়েছেন কংগ্রেস নেতৃত্ব।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৫ ০৭:০৭
Share:
প্রদেশ কংগ্রেসের ‘সদ্ভাবনা যাত্রা’। কলকাতায়।

প্রদেশ কংগ্রেসের ‘সদ্ভাবনা যাত্রা’। কলকাতায়। —নিজস্ব চিত্র।

ইদ ও রামনবমীর আগে রাজ্যে শান্তি, সৌভ্রাত্র বজায় রাখার আহ্বান জানিয়ে এবং সম্প্রীতির বার্তা দিতে শনিবার প্রদেশ কংগ্রেসের ডাকে ‘সদ্ভাবনা যাত্রা’ করলেন দলের নেতা-কর্মীরা। জ়াকারিয়া স্ট্রিটে নাখোদা মসজিদ এলাকা থেকে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের রামমন্দির পর্যন্ত ওই মিছিলে যোগ দিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, দলের নেতা মায়া ঘোষ, সন্তোষ পাঠক, মহম্মদ কামারুজ্জামান, সুমন পাল প্রমুখ। মসজিদ ও রামমন্দিরের সামনে দু’টি করে সাদা পায়রা, সাদা বেলুন উড়িয়ে সম্প্রীতির বার্তা দিয়েছেন কংগ্রেস নেতৃত্ব। মিছিল থেকে ‘ধর্মীয় মেরুকরণ’, ‘জাতের নামে বজ্জাতি’ বন্ধের ডাক দেওয়া হয়েছে। সঙ্গে ছিল সংবিধানের একটি প্রতিরূপও। প্রদেশ সভাপতি এ দিন ফের তৃণমূল কংগ্রেস এবং বিজেপির বিরুদ্ধে রাজ্যে ‘মেরুকরণের রাজনীতি’ করার অভিযোগ তুলেছেন। শুভঙ্করের বক্তব্য, “এই বাংলা রবীন্দ্রনাথ ঠাকুর, শ্রীরামকৃষ্ণের বাংলা। যত মত তত পথ। হিন্দু-মুসলমান ভাই ভাই, হিন্দু-মুসলমানের চাকরি চাই।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement