ভ্যাকসিন কান্ডে কংগ্রেসের বিক্ষোভ।
জাল ভ্যাকসিন-কাণ্ডে এ বার প্রতিবাদে নামল কংগ্রেস ও বামেরাও। বিজেপির মতো সিবিআই তদন্তের দাবি নয়, কলকাতা হাইকোর্টের কোনও কর্মরত বিচারপতিকে দিয়ে গোটা কেলেঙ্কারির বিচারবিভাগীয় তদন্তের দাবি তুলেছে কংগ্রেস। কসবা থানায় শনিবার দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের পক্ষ থেকে এফআইআর দায়ের করতে যাওয়া হলেও পুলিশ তা নেয়নি। থানার সামনে প্রদেশ কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়, দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ প্রসাদের নেতৃত্বে বিক্ষোভে শামিল হন দলের নেতা-কর্মীরা। কসবা থানার সামনে আজ, রবিবার বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বামফ্রন্টও। প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতি আব্দুস সাত্তারের বক্তব্য, ‘‘সরকারি ক্ষমতার অলিন্দে সারদার সুদীপ্ত সেন বা জাল আইএএস দেবাঞ্জন দেবের মতো আর কত জন আছেন? নবান্নের প্রশাসকেরা কি নিজেদের দায়িত্ব অস্বীকার করতে পারেন?’’