Abbas Siddique

আব্বাস-নওসাদের কাছে ফের মান্নান

বিধায়ককেও এলাকায় ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ আছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৮ জুন ২০২১ ০৬:৪৮
Share:

আব্বাস ও নওসাদ সিদিক্কি-র কাছে আব্দুল মান্নান।

ফুরফুরা শরিফে গিয়ে আইএসএফের প্রধান পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী ও তাঁর ভাই, বিধায়ক নওসাদউদ্দিন সিদ্দিকীর সঙ্গে দেখা করে এলেন প্রাক্তন বিরোধী দলনেতা আব্দুল মান্নান। ভাঙড় বিধানসভা কেন্দ্র থেকে নওসাদ জয়ী হওয়ার পরে ওই এলাকায় বিরোধী দলের সমর্থকদের ঘরবাড়ি ভাঙা, দোকানপাট লুটের অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। বিধায়ককেও এলাকায় ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ আছে। এই প্রেক্ষিতেই নওসাদদের পাশে দাঁড়াতে গিয়েছিলেন মান্নান। তবে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী যে হেতু বলেছিলেন আইএসএফের সঙ্গে কংগ্রেসের কোনও জোট হয়নি, তাই মান্নানের এই সফর নিয়ে কংগ্রেসের একাংশেই প্রশ্ন আছে। যদিও মান্নানের বক্তব্য, ‘‘আমার মতো একনাগাড়ে কংগ্রেস করছে, এমন সিনিয়র এখন আর দলে কেউ নেই। জোট হয়েছিল দিল্লির নির্দেশে, আমিও আলোচনায় অংশগ্রহণ করেছিলাম। যদি সনিয়া গাঁধী বলেন আর জোট নেই, তখন মানব।’’ আইএসএফ বিধায়ক নওসাদও বলেছেন, মান্নান ও প্রদীপ ভট্টাচার্যের সঙ্গে তাঁরা আসন ভাগের আলোচনা করেছিলেন। নওসাদের বক্তব্য, ‘‘বিধানসভায় আমাকে ২৯৩ জনের সঙ্গে লড়তে হবে! বর্ষীয়ান নেতা মান্নানের কাছে পরামর্শ নিয়েছি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement