LPG

প্রতিবাদে কংগ্রেস

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর সঙ্গে জিতিনের আজ দমদমে একটি মিছিলেও যোগ দেওয়ার কথা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২০ ০৫:৩২
Share:

দক্ষিণ কলকাতায় কংগ্রেসের প্রতিবাদ। নিজস্ব চিত্র।

রান্নার গ্যাস ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নামল কংগ্রেস। প্রতিবাদ জানানো হল রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিরুদ্ধেও। বালিগঞ্জ ফাঁড়ি থেকে বুধবার গড়িয়াহাট পর্যন্ত মিছিল করে বিক্ষোভ-সভা করেন দক্ষিণ কলকাতার কংগ্রেস নেতা-কর্মীরা। তার জেরে কিছু ক্ষণ গড়িয়াহাট মোড় অবরুদ্ধ হয়ে পড়ে। প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য, প্রাক্তন সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায়, প্রদেশ কংগ্রেস নেতা তুলসী মুখোপাধ্যায়, রোহন মিত্র প্রমুখ। এআইসিসি-র পর্যবেক্ষক জিতিন প্রসাদ এ দিনই সন্ধ্যায় কলকাতায় এসে পৌঁছেছেন। বিধান ভবনে আজ, বৃহস্পতি ও কাল, শুক্রবার তিনি দলের রাজ্য ও জেলা নেতাদের নিয়ে বৈঠক করবেন। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর সঙ্গে জিতিনের আজ দমদমে একটি মিছিলেও যোগ দেওয়ার কথা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement