Jhalda Municipality

ঝালদায় তহবিল আনতে মামলার পথে কংগ্রেস

আইনজীবীদের সূত্রে খবর, বুধবার কংগ্রেস মামলা লড়ার অনুমতি পেতে আদালতের দ্বারস্থ হয়। কংগ্রেস নেতৃত্বের দাবি, বিচারপতি অমৃতা সিংহ সেই অনুমতি দিয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা ও ঝালদা শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২৩ ০৭:০০
Share:

—প্রতীকী ছবি।

হাতছাড়া হওয়া ঝালদা পুরসভা ছিনিয়ে আনতে মরিয়া তৃণমূলের বিরুদ্ধে বারবার নানা অভিযোগ তুলেছে কংগ্রেস। রাজ্য সরকারের বিরুদ্ধেও তহবিল আটকে রাখার অভিযোগ তোলা হয়। তহবিল আনতে কংগ্রেস পরিচালিত ঝালদা পুরসভা এ বার কলকাতা হাই কোর্টে মামলা লড়তে যাচ্ছে। যদিও তৃণমূল নেতৃত্ব অভিযোগ মানেননি।

Advertisement

আইনজীবীদের সূত্রে খবর, বুধবার কংগ্রেস মামলা লড়ার অনুমতি পেতে আদালতের দ্বারস্থ হয়। কংগ্রেস নেতৃত্বের দাবি, বিচারপতি অমৃতা সিংহ সেই অনুমতি দিয়েছেন। শীঘ্রই পুরসভার সাত পুরপ্রতিনিধির তরফে ঝালদার উপপুরপ্রধান কংগ্রেসের পূর্ণিমা কান্দু হাই কোর্টে মামলা দায়ের করবেন। মামলাকারীদের তরফে আইনজীবী তথা কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীর দাবি, ‘‘জরুরি ভিত্তিতে মামলাটির শুনানি হতে পারে।’’

জেলা কংগ্রেস সভাপতি তথা ঝালদার বাসিন্দা নেপাল মাহাতোর অভিযোগ, ‘‘স্রেফ বিরোধী দলের পুরসভা বলেই বিভিন্ন অছিলায় রাজ্য সরকার ঝালদা পুরসভার ‘হাউজ ফর অল প্রকল্প’-সহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের তহবিল আটকে রেখেছে। সুবিচার পেতে তাই হাই কোর্টের দ্বারস্থ হতে যাচ্ছি।’’

Advertisement

ঝালদা পুরভবন সূত্রে খবর, ‘হাউজ ফর অল প্রকল্পে’ বাড়ি তৈরির জন্য পুরসভায় মোট ৩ কোটি টাকা এসেছিল। গত বছরের শেষে বিরোধীদের ডাকা অনাস্থার জেরে তৃণমূল পুরপ্রধান সুরেশ আগরওয়াল পদ থেকে সরে যাওয়ার কিছু দিনের মাথায় ২ কোটি ৮৭ লক্ষ টাকা পুরসভার তহবিল থেকে ফেরত নেওয়া হয় বলে অভিযোগ।

ঝালদার উপপুরপ্রধান পূর্ণিমার দাবি, ‘‘আবেদন-নিবেদনের পরেও সেই টাকা মেলেনি। সুবিচার পেতে মামলা করা করা ছাড়া গতি নেই।’’

যদিও অভিযোগ মানতে চায়নি শাসক শিবির। জেলা তৃণমূল সভাপতি সৌমেন বেলথরিয়ার পাল্টা দাবি, ‘‘কংগ্রেস ওই পুরসভা চালাতে পুরোপুরি ব্যর্থ। এখন খামোখা তারা নিজেদের দোষ ঢাকতে রাজ্য সরকারের বিরুদ্ধে তহবিল আটকে রাখার মিথ্যা অভিযোগ তুলছে।’’

ঘটনা হচ্ছে, অনাস্থা ভোটের পরে দীর্ঘ আইনি লড়াইয়ের পরে তৃণমূলের হাত থেকে ওই পুরসভার দখল পেয়েছে কংগ্রেস। মামলা হাই কোর্ট ঘুরে সুপ্রিম কোর্টে গড়ালেও শেষমেষ কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিংহের নির্দেশেই পুরপ্রধানের দায়িত্ব পান নির্দলের শীলা চট্টোপাধ্যায়।

পুরভোটের পরে আততায়ীদের গুলিতে নিহত কংগ্রেস পুরপ্রতিনিধি তপন কান্দুর সহধর্মিনী পূর্ণিমা উপপুরপ্রধান হন। কিন্তু তার পরেও ওই পুরসভার ক্ষমতা ফিরে পেতে তৃণমূল মরিয়া হয়ে নানা চেষ্টা চালাচ্ছে বলে কংগ্রেসের অভিযোগ।

জুলাই মাসের শেষে ঝালদার পুরপ্রধান-সহ কংগ্রেসের কয়েকজন পুরপ্রতিনিধিকে দলবদলের জন্য কলকাতা নিয়ে যাওয়া হয়েছিল বলে অভিযোগ তুলেছিলেন কংগ্রেস নেতৃত্ব। পুরপ্রধান দাবি করেছিলেন, তহবিল আনার ব্যাপারে কথাবার্তা বলতেই তাঁরা কলকাতায় গিয়েছিলেন। কিন্তু বাকি পুরপ্রতিনিধিরা বিষয়টি খোলসা না করায় রহস্য তৈরি হয়। তবে ওই অভিযোগকে গুরুত্ব দেননি তৃণমূল নেতৃত্ব।

এ বার এই মামলার জল কত দূর গড়ায় কৌতূহল ঝালদায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement