Congress

আইনশৃঙ্খলা নিয়ে কংগ্রেসের দাবি

দ্রুত পদক্ষেপের দাবিতে মঙ্গলবার পৈলানে ডায়মন্ড হারবারের পুলিশ সুপারের দফতরে গিয়েছিলেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায়, দক্ষিণ ২৪ পরগনা জেলা কংগ্রেসের তরফে নজরুল ইসলাম বেগ, পীযূষ কান্তি সরকার, অর্ঘ্য নস্কর প্রমুখ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৪ ০৭:৪২
Share:

ডায়মন্ড হারবারের আইন-শৃঙ্খলা নিয়ে পুলিশ সুপার দফতর অভিযানে কংগ্রেস নেতারা। — নিজস্ব চিত্র।

ডায়মন্ড হারবার লোকসভা অঞ্চলের বিস্তীর্ণ অংশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে পুলিশ সুপারের কাছে প্রতিবাদ জানালেন কংগ্রেস নেতারা। তাঁদের অভিযোগ, ওই অঞ্চলের বিভিন্ন থানা এলাকায় নানা ধরনের ঘটনা ঘটে চলেছে, যা সব সময়ে প্রকাশ্যে আসছে না। দ্রুত পদক্ষেপের দাবিতে মঙ্গলবার পৈলানে ডায়মন্ড হারবারের পুলিশ সুপারের দফতরে গিয়েছিলেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায়, দক্ষিণ ২৪ পরগনা জেলা কংগ্রেসের তরফে নজরুল ইসলাম বেগ, পীযূষ কান্তি সরকার, অর্ঘ্য নস্কর প্রমুখ। সৌম্যের বক্তব্য, ‘‘ফলতা, বজবজ, পূজালি, মহেশতলা, আশুতি এই সব অঞ্চলে যে ভাবে বিরোধীদের কণ্ঠরোধ করে শাসক দলের মদতে বিভিন্ন অসামাজিক কাজ চলছে, নির্দিষ্ট অভিযোগ উল্লেখ করে আমরা অবিলম্বে পুলিশি হস্তক্ষেপের দাবি জানিয়েছি। ডায়মন্ড হারবারের বিস্তীর্ণ এলাকা বারুদের স্তূপের উপরে দাঁড়িয়ে আছে, অবিলম্বে ব্যবস্থা না নিলে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement