Congress

নির্যাতিতার পাশে কংগ্রেস, শাস্তির দাবি

অপরাধীদের উপযুক্ত শাস্তির দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ চেয়েছে কংগ্রেস, যোগাযোগ করা হয়েছে রাজ্যপালের দফতরের সঙ্গেও। কংগ্রেস নেতাদের দাবি, ঘটনায় যাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি মদের কারবারের সঙ্গে যুক্ত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জুলাই ২০২৪ ০৮:১১
Share:

আমতায় নির্যাতিতার পরিবারের কাছে কংগ্রেস প্রতিনিধিরা। —নিজস্ব চিত্র।

এক কিশোরীকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে হাওড়ার আমতায়। সেই এলাকায় গিয়ে ওই কিশোরীর পরিবারের সঙ্গে দেখা করে আইনি সহায়তার আশ্বাস দিল কংগ্রেসের প্রতিনিধিদল। অপরাধীদের উপযুক্ত শাস্তির দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ চেয়েছে কংগ্রেস, যোগাযোগ করা হয়েছে রাজ্যপালের দফতরের সঙ্গেও। কংগ্রেস নেতাদের দাবি, ঘটনায় যাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি মদের কারবারের সঙ্গে যুক্ত। তাঁর নিরাপত্তার ব্যবস্থা করেছে স্থানীয় পুলিশ। কিন্তু ধর্ষিতার পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে। অভিযোগে পকসো আইনের ধারা দেওয়া হয়নি বলেও তাঁদের দাবি। প্রাক্তন বিধায়ক অসিত মিত্র, প্রদেশ কংগ্রেসের সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায়, হাওড়া জেলা কংগ্রেস সভাপতি পলাশ ভান্ডারী, ছাত্র পরিষদের রাজ্য সভাপতি সৌরভ প্রসাদদের নিয়ে প্রতিনিধিদল বুধবার জয়পুর থানায় গিয়েও ঘটনায় দ্রুত শাস্তির দাবি জানিয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এ‌বং এআইসিসি-র পর্যবেক্ষক গুলাম আহমেদ মীরকেও ঘটনা সম্পর্কে জানিয়েছেন দলের নেতারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement