Indira Gandhi

ইন্দিরা স্মরণে

বাংলাদেশেরক মুক্তিযুদ্ধ ও ইন্দিরা বিষয়ে আলোচনা করেন শান্তনু দত্ত চৌধুরী এবং পরিবেশ সচেতনতায় ইন্দিরার ভূমিকা নিয়ে বলেন জয়ন্ত চক্রবর্তী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২১ ১৪:৩০
Share:

বিধান ভবনে ইন্দিরা গাঁধী স্মরণে আলোচনা। —নিজস্ব চিত্র।

ইন্দিরা গাঁধীর জন্মদিনে বর্তমান প্রেক্ষিতে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর নানা পদক্ষেপকে স্মরণ করল কংগ্রেস। প্রদেশ কংগ্রেস দফতর বিধান ভবনে শুক্রবার ইন্দিরা-স্মরণে ছিল আলোচনা সভার আয়োজন। ব্যাঙ্ক জাতীয়করণ এবং আজকের পরিস্থিতির উপরে বক্তা ছিলেন অমিতাভ সিংহ। বাংলাদেশেরক মুক্তিযুদ্ধ ও ইন্দিরা বিষয়ে আলোচনা করেন শান্তনু দত্ত চৌধুরী এবং পরিবেশ সচেতনতায় ইন্দিরার ভূমিকা নিয়ে বলেন জয়ন্ত চক্রবর্তী। বিড়লা তারামণ্ডলের কাছে ইন্দিরার মূর্তিতে শ্রদ্ধা জানান সাংসদ প্রদীপ ভট্টাচার্য, প্রাক্তন বিরোধী দলনেতা আব্দুল মান্নান, অমিতাভ চক্রবর্তী, শুভঙ্কর সরকারেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement