Congress

ইন্দিরা-ফেলোশিপ, বার্তা কংগ্রেসের

শুভঙ্কর বলেছেন, “প্রান্তিক ও দারিদ্রসীমার নীচে থাকা মহিলাদের আরও বেশি করে সমাজের মূল স্রোতে নিয়ে আসতেই এই উদ্যোগ।”

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২৪ ০৪:৪৭
Share:

' ইন্দিরা ফেলোশিপ '-এর ঘোষণা। বিধান ভবনে। —নিজস্ব চিত্র।

যুব কংগ্রেসের চালু করা ‘ইন্দিরা ফেলোশিপ’-এর বর্ষপূর্তিতে এর সুফল রাজ্যের প্রান্তিক মহিলাদের কাছে আরও বেশি করে পৌঁছে দেওয়ার বার্তা দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। বিধান ভবনে বৃহস্পতিবার শুভঙ্কর, রাজ্য মহিলা কংগ্রেসের সভানেত্রী সুব্রতা (রাসু) দত্ত ফেলোশিপের সমন্বয়ক নম্রতা মুখোপাধ্যায়েরা মহিলাদের জন্য এই ফেলোশিপের গুরুত্বের কথা তুলে ধরেছেন। শুভঙ্কর বলেছেন, “প্রান্তিক ও দারিদ্রসীমার নীচে থাকা মহিলাদের আরও বেশি করে সমাজের মূল স্রোতে নিয়ে আসতেই এই উদ্যোগ।” এই প্রকল্পের সঙ্গে যুক্ত হওয়ার জন্য একটি নম্বর দিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি জানিয়েছেন, সেখানে ‘মিসড কল’ করে নাম নথিভুক্ত করা যাবে। প্রসঙ্গত, ২০২৩ থেকে এই বৃত্তিটি চালু হয়েছে। সম্প্রতি লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও ‘রাজনীতিতে আরও বেশি করে মহিলা-কণ্ঠ’ তুলে আনাই এই ফেলোশিপের উদ্দেশ্য বলে ব্যাখ্যা করেছিলেন। নম্রতা, সুব্রতারা এ দিন ফের শিক্ষা ও কর্মক্ষেত্রে মহিলাদের ৫০% সংরক্ষণ এবং কেন্দ্র, রাজ্য ও স্থানীয় প্রশাসনের বাজেটের ৫০% বরাদ্দ করারও দাবি জানিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement