স্টেট ব্যাঙ্কের কলকাতা আঞ্চলিক কার্যালয় সামনে কংগ্রেসের বিক্ষোভ।—নিজস্ব চিত্র।
সুদের হার কমানোর প্রতিবাদে কলকাতায় স্টেট ব্যাঙ্কের আঞ্চলিক কার্যালয় ‘সমৃদ্ধি ভবনে’র সামনে বিক্ষোভ দেখালেন কংগ্রেসের ছাত্র, যুবক ও শ্রমিক সংগঠনের কর্মীরা। স্ট্র্যান্ড রোডে শুক্রবার ওই বিক্ষোভে হাজির ছিলেন কংগ্রেস নেতা শুভঙ্কর সরকার, অর্ঘ্য গণ প্রমুখ। তাঁদের অভিযোগ, দেশের অর্থনৈতিক অবস্থা এমনিতেই বেহাল। তার উপরে নরেন্দ্র মোদীর সরকার দেশের ব্যাঙ্কিং ব্যবস্থার উপরে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালিয়ে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত মানুষকে আরও বিপন্ন করে তুলছেন। বিক্ষোভে পোড়ানো হয় প্রধানমন্ত্রী মোদীর কুশপুতুলও। কলকাতা জেলা ছাত্র পরিষদের সভাপতি অর্ঘ্যের বক্তব্য, ‘‘এটা ছিল প্রতীকী বিক্ষোভ। এই বিষয়ে আরও বড়সড় প্রতিবাদে নামা হবে।’’