Congress

রাজভবনের সামনে বিক্ষোভ, ধস্তাধস্তি

কলকাতায় রাজভবনের সামনে প্রতিবাদে শামিল হয়েছিলেন কংগ্রেস ও যুব কংগ্রেসের নেতা-কর্মীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৮ জুলাই ২০২০ ০৩:২৪
Share:

রাজভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভ প্রদর্শন। —নিজস্ব চিত্র।

সাংবিধানিক দায়িত্ব শিকেয় তুলে রাজ্যপালেরা বিজেপির ‘এজেন্ট’ হিসেবে কাজ করছেন, এই অভিযোগে রাজভবনের সামনে বিক্ষোভ দেখাল কংগ্রেস। রাজস্থানের ঘটনার প্রেক্ষিতে সোমবার সব রাজ্যেই এমন কর্মসূচি নিয়েছিল তারা। কংগ্রেসের অভিযোগ, রাজস্থানে মুখ্যমন্ত্রী সাংবিধানিক কাটামোর মধ্যেই বিধানসভার অধিবেশন ডাকার অনুরোধ করলেও রাজ্যপাল টালবাহানা করে, ‘নরেন্দ্র মোদী-অমিত শাহদের ইশারা’য় অধিবেশন ডাকছেন না। কলকাতায় রাজভবনের সামনে প্রতিবাদে শামিল হয়েছিলেন কংগ্রেস ও যুব কংগ্রেসের নেতা-কর্মীরা। হাতে প্ল্যাকার্ড নিয়ে, স্লোগান দিয়ে বেশ কিছু ক্ষণ রাস্তায় বসেছিলেন তাঁরা। পরে যুব কংগ্রেসের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। প্রদেশ কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তী বলেন, ‘‘বাংলার রাজ্যপালের মাধ্যমেই তাঁর দরজায় দাঁড়িয়ে আমরা কেন্দ্রীয় সরকারকে বলে দিলাম, বিজেপির এজেন্ট হিসেবে রাজ্যপালের আচরণ পাল্টান! না হলে আরও বড় বিক্ষোভ হবে।’’

Advertisement

যুব কংগ্রেসের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি। ছবি: সুমন বল্লভ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement