ছবি: সংগৃহীত।
প্রতারণা নয়, বরং কলকাতার সংস্থার গাফিলতিতেই শহরে মহেন্দ্র সিংহ ধোনির নামাঙ্কিত ক্রিকেট অ্যাকাডেমি খোলা যায়নি। সম্প্রতি কলকাতার একটি সংস্থা ওই অ্যাকাডেমির জন্য দেওয়া টাকা ফেরত চেয়ে নয়ডার একটি সংস্থাকে আইনি নোটিস পাঠিয়েছিল। সেই বিতর্কের পরিপ্রেক্ষিতে এ কথা জানিয়েছে নয়ডার সংস্থাটি। তারা এ-ও জানিয়েছে, ক্রিকেট অ্যাকাডেমির জন্য নির্দিষ্ট জমির ব্যবস্থা করতে পারেনি কলকাতার সংস্থাটি। অ্যাকাডেমি না হওয়ায় তাদের কোনও দায় নেই বলেই নয়ডার সংস্থাটি জানিয়েছে।
সম্প্রতি এই সংক্রান্ত একটি খবর আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছিল। তার পরিপ্রেক্ষিতে নয়ডার সংস্থা ই-মেল মারফত জানিয়েছে, টাকা নিয়ে ফেরত না-দেওয়ার বিষয়টি অসত্য। কলকাতার সংস্থাটি যে নোটিস পাঠিয়েছিল, তারও আইনি প্রত্যুত্তর ইতিমধ্যেই দিয়েছে তারা। সেই আইনি জবাবে তাঁরা জানিয়েছে, চুক্তির শর্ত অনুযায়ী আইনি নোটিস পাঠানো ব্যক্তির কোনও দাবি মেটাতেও তাঁরা বাধ্য নয়। ওই খবর প্রকাশিত হওয়ার সময় নয়ডার সংস্থার এই জবাব জানা যায়নি।
নয়ডার সংস্থাটি আরও জানিয়েছে, তারা দেশের ৪০টি এবং বিদেশের ২টি শহরে ধোনির নামাঙ্কিত ক্রিকেট অ্যাকাডেমি চালায়। কলকাতার সংস্থাটি ভিত্তিহীন অভিযোগ করে তাদের সম্মান নষ্ট করেছে। এই অসত্য অভিযোগের পরিপ্রেক্ষিতে চুক্তির শর্ত এবং আইনি অধিকার মেনেই কলকাতার সংস্থাটির সঙ্গে ইতিমধ্যে সম্পর্কও ছিন্ন করেছে তারা। এমনকি, কলকাতার সংস্থার এক কর্ণধারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগের কথাও তারা জানিয়েছে।