দলের বিরুদ্ধে দাঁড়ানো গোঁজ প্রার্থীদের নিয়ে উদ্বিগ্ন তৃণমূল। সেই গোঁজ সমস্যা মেটাতে শুক্রবার তপসিয়ায় তৃণমূল ভবনে নেতারা তৎপর ছিলেন দিনভর। মনোনয়ন প্রত্যাহার না করলে সেই গোঁজ প্রার্থীদের তালিকা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠানো হবে। তাঁর সিদ্ধান্ত অনুসারে পরবর্তী পদক্ষেপ করা হবে বলে তৃণমূল সূত্রের খবর।
কলকাতার পুরভোটের জন্য মনোনয়ন প্রত্যাহারের দিন অতিক্রান্ত হয়েছে। রাজ্যের বাকি ৯১টি পুরসভায় মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ, শনিবার। শেষ মুহূর্তে ওই পুরসভাগুলিতে তৃণমূলের গোঁজ প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার করাতে জেলার নেতাদের নির্দেশ দিয়েছেন শীর্ষ নেতৃত্ব। নির্দলদের জন্য ভোট কাটাকুটিতে দলীয় প্রার্থীরা যাতে সমস্যায় না পড়েন, সে জন্য গোঁজ-কাঁটা তুলে ফেলতে এ দিন দফায় দফায় বৈঠক করেন তৃণমূল নেতৃত্ব।
বৈঠকের পরে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় অবশ্য দাবি করেন, “এ বার সার্বিক ভাবে গোঁজ প্রার্থী নিয়ে আমাদের তেমন সমস্যা নেই। দু’একটি ক্ষেত্রে দলের টিকিট না পেয়ে কিছু কর্মী নির্দল দাঁড়িয়েছেন। জেলা নেতৃত্বকে তাঁদের বোঝাতে বলা হয়েছে।” তাতেও কাজ না হলে পরবর্তী ব্যবস্থার কথা ভাবা হবে বলে পার্থবাবু জানান।
পুরসভার প্রার্থী বাছাই নিয়ে বিজেপি-র মতো তৃণমূলে গোলমাল-বিক্ষোভ না হলেও উত্তর ২৪ পরগনার গাড়ুলিয়া, ভাটপাড়া, নৈহাটি, হালিশহর, কাঁচরাপাড়া পুরসভায় বেশ কিছু গোঁজ প্রার্থী দাঁড়িয়েছেন বলে জেলা তৃণমূল সূত্রের খবর। কারণ ওই জেলায় মুকুল-ঘনিষ্ঠ অনেকেই এ বার প্রার্থী হতে পারেননি। তবে জেলা তৃণমূল নেতৃত্ব প্রকাশ্যে মুকুল-ঘনিষ্ঠদের গুরুত্ব দিতে নারাজ। দলের এক শীর্ষ নেতার কথায়, “গোঁজ দিয়ে তৃণমূলের যাত্রা ভঙ্গ করা যাবে না।”