তখন ক্লাস থ্রিতে পড়ি। আমার এক বান্ধবীর বাবা ওকে বিদেশ থেকে একটা ছোট্ট পুতুল এনে দিয়েছিলেন। আমাদের দেখানোর জন্য ও পুতুলটা স্কুলে নিয়ে এসেছিল। টিফিনের সময় সকলে যখন বাইরে খেলছিল, তখন কী মনে হল কে জানে! আমি ওর ব্যাগ থেকে পুতুলটা নিয়ে ঘরের এক কোণে ফেলে রেখেছিলাম। খেলে এসে ব্যাগে পুতুলটা না পেয়ে খুব কেঁদেছিল। পরে অবশ্য ঘর থেকেই পাওয়া যায় পুতুলটা। কিন্তু সে দিনের ওরকম কাজের জন্য ক্ষমা চাইছি।
দেবশ্রী পাল, চন্দননগর