স্বীকারোক্তি

তখন ক্লাস থ্রিতে পড়ি। আমার এক বান্ধবীর বাবা ওকে বিদেশ থেকে একটা ছোট্ট পুতুল এনে দিয়েছিলেন। আমাদের দেখানোর জন্য ও পুতুলটা স্কুলে নিয়ে এসেছিল।

Advertisement
শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০১৫ ০২:৪৮
Share:

তখন ক্লাস থ্রিতে পড়ি। আমার এক বান্ধবীর বাবা ওকে বিদেশ থেকে একটা ছোট্ট পুতুল এনে দিয়েছিলেন। আমাদের দেখানোর জন্য ও পুতুলটা স্কুলে নিয়ে এসেছিল। টিফিনের সময় সকলে যখন বাইরে খেলছিল, তখন কী মনে হল কে জানে! আমি ওর ব্যাগ থেকে পুতুলটা নিয়ে ঘরের এক কোণে ফেলে রেখেছিলাম। খেলে এসে ব্যাগে পুতুলটা না পেয়ে খুব কেঁদেছিল। পরে অবশ্য ঘর থেকেই পাওয়া যায় পুতুলটা। কিন্তু সে দিনের ওরকম কাজের জন্য ক্ষমা চাইছি।

Advertisement

দেবশ্রী পাল, চন্দননগর

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement