buddhadeb bhattacharya

স্থিতিশীল বুদ্ধ

নির্দিষ্ট সময় অন্তর বাইপ্যাপ দেওয়া হচ্ছে, তিনি ঠিকমতোই কথা বলছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৭ মে ২০২১ ০৫:৪০
Share:

ফাইল চিত্র।

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের অবস্থা আপাতত স্থিতিশীল। করোনা আক্রান্ত হওয়ার পরে প্রথমে স্থিতিশীল থাকলেও পরবর্তী কিছু জটিলতার আশঙ্কায় মঙ্গলবার তাঁকে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হাসপাতাল সূত্রে বুধবার বলা হয়েছে, বুদ্ধবাবুর শরীরে অক্সিজেনের মাত্রা আগের দিনের থেকে বেড়েছে। নির্দিষ্ট সময় অন্তর বাইপ্যাপ দেওয়া হচ্ছে, তিনি ঠিকমতোই কথা বলছেন। রক্তচাপও স্থিতিশীল। রেমডিসিভিয়ার-সহ কিছু ইনজেকশন দেওয়া হয়েছে তাঁকে। জরুরি ভিত্তিতে কিছু ওষুধ হাসপাতালে পাঠিয়ে রেখেছে স্বাস্থ্যভবন। তবে বুদ্ধবাবুর কিছু পরীক্ষার রিপোর্ট এ দিন তুলনায় ভাল আসায় সব ওষুধ এখনই দিতে হয়নি। চিকিৎসকেরা তাঁকে পর্যবেক্ষণে রাখছেন। ওই হাসপাতালেই অন্য কেবিনে ভর্তি বুদ্ধবাবুর স্ত্রী মীরা ভট্টাচার্যও এখন স্থিতিশীল। স্বাভাবিক শ্বাস-প্রশ্বাসেই অক্সিজেনের মাত্রা ঠিক রাখতে পারছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement