জমি কমিটির বাইক মিছিলে হামলা দুষ্কৃতীদের। জ্বালিয়ে দেওয়া হল গাড়ি।
পাওয়ার গ্রিড বিরোধী আন্দোলনকে ঘিরে ফের উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়। বেশ কয়েক ঘণ্টা ধরে চলল বোমাবাজি। পর পর জ্বালিয়ে দেওয়া হল গাড়ি। দাউ দাউ করে জ্বলল বাইক।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে পোলেরহাটের কাছে অনন্তপুর এলাকায় ভূমি ও ভূমি রক্ষা কমিটির বাইক মিছিলে হামলার অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ, মিছিল লক্ষ্য করে বোমা এবং গুলি ছোড়ে দুষ্কৃতীরা। বাইক জ্বালিয়ে দেওয়া হয়। ঘটনায় আহত হন ছ’জন গ্রামবাসী। তাঁদের কলকাতার আরজিকর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পোলেরহাটের কাছে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। তবে, পরিস্থিতি এখন অনেকটা নিয়ন্ত্রণে বলেই জানিয়েছে পুলিশ।
পাওয়ার গ্রিড প্রকল্প এলাকায় অশান্তির ঘটনা নতুন নয়। গত কয়েক মাস আগেও পাওয়ার গ্রিড বিরোধী আন্দোলোনকারীদের উপর বহিরাগতদের হামলার অভিযোগ উঠেছিল। যদিও, এ দিনের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। তৃণমূল নেতা আরাবুল ইসলামের কথায়, ‘‘ঘটনায় তৃণমূলের কোনও যোগ নেই। আগ্নেয়াস্ত্র, বোমা নিয়ে এলাকায় ঢুকেছিল দুষ্কৃতীরা। ভাঙড়ের সাধারণ মানুষ রুখে দাঁড়ায়। সিপিএম, কংগ্রেস এবং মাওবাদীরাই এই ঘটনা ঘটিয়েছে।’’
হামলায় জখম জমি কমিটির সদস্যেরা।
আরও পড়ুন:
বীরভূমে নদীতে পড়তে পড়তে বেঁচে গেল বাস
পদে পদে বাধা, প্রতিবন্ধীদের উচ্চশিক্ষা স্বপ্নই
অন্যদিকে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেছেন, ‘‘খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। ভূমি রক্ষা কমিটির সদস্যেরা মিছিল করছিল। তৃণমূলকে কে অধিকার দিয়েছে সেই মিছিলে হামলা করার? স্বৈরাচারী শক্তিকে ধীরে ধীরে গড়ে তুলছে রাজ্যের শাসক দল।’’
পাওয়ার গ্রিড কর্পোরেশনের সাব-স্টেশন তৈরির প্রতিবাদে ‘জমি-জীবিকা-বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটি’ গড়ে তুলে বহুদিন থেকেই আন্দোলন চালাচ্ছেন ভাঙড়ের নতুনহাট, পোলেরহাট-সহ কয়েকটি গ্রামের মানুষ। জমি কমিটির বক্তব্য, আগামী ৪ তারিখ কলকাতায় একটি কর্মসূচির আয়োজন করা হয়েছিল কমিটির তরফ থেকে। পাওয়ার গ্রিড প্রত্যাহার ও এলাকার উন্নয়ন-সহ একাধিক দাবি সরকারের কাছে তুলে ধরাই ছিল ওই কর্মসূচির লক্ষ্য। ওই কর্মসূচিকে সামনে রেখেই এ দিন অনন্তপুর এলাকায় বাইক মিছিলে সামিল হয়েছিলেন কমিটির সদস্যেরা। জমি কমিটির যুগ্ম সম্পাদক মির্জা হাসান বলেছেন, ‘‘৪ তারিখের কর্মসূচি বানচাল করার জন্যই তৃণমূলের দুষ্কৃতীরা এ দিন মিছিলে হামলা চালিয়েছে। এই ঘটনার আমরা তীব্র নিন্দা করছি। তবে কর্মসূচি সফল হবেই।’’ গোটা ঘটনাটাই পুলিশের চোখের সামনে ঘটেছে বলেও অভিযোগ তুলেছেন তিনি।
গোটা ঘটনারই তীব্র নিন্দা করেছে সিপিআইএমএল লিবারেশন। তাদের তরফ থেকে দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতারির দাবি জানানো হয়েছে।
—নিজস্ব চিত্র।