রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী তৃণমূলের উদয়ন গুহ। ফাইল চিত্র।
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিককে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করায় এ বার পুলিশের কাছে অভিযোগ দায়ের হল রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী তৃণমূলের উদয়ন গুহের বিরুদ্ধে। বৃহস্পতিবার শিলিগুড়ি থানায় ওই অভিযোগ করে স্থানীয় বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ দাবি করেন, ‘‘উদয়ন গুহ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রমাণিকের চুল, দাড়ি উপড়ে ফেলবেন বলছেন। এমন আপত্তিকর কথা বলে, তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর অসম্মান করেছেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বিরুদ্ধে এ ধরনের মন্তব্যে অভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। শুধু তা-ই নয়, পঞ্চায়েত ভোটের আগে, উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী বিরোধীদের উদ্দেশ্যে ধারাবাহিক নানা হুমকি, উস্কানিমূলক এবং অসম্মানজনক কথা বলছেন, যাতে উত্তরবঙ্গে অস্থিরতা তৈরি হয়।’’ উদয়ন অবশ্য অভিযোগ মানেননি। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এক শীর্ষ কর্তা বলেন, ‘‘এ নিয়ে মন্তব্য করা যাবে না।’’
কোচবিহারের দিনহাটার শুকারুরকুঠি-ধাপরাহাটে বুধবার রাতে তৃণমূলের সভায় উদয়ন ওই ‘আপত্তিকর’ মন্তব্য করেন বলে অভিযোগ। আগে, এক সভা থেকে তিনি বিরোধীদের দাঁত উপড়ে নেওয়ার ‘নিদান’ দেওয়াতেও অভিযুক্ত। থানায় অভিযোগ হওয়ার কথা শুনে তাঁর দাবি, ‘‘যেটা বলেছি, তা হল পঞ্চায়েত নির্বাচনে বিজেকে আমূল উপড়ে ফেলতে হবে। নিশীথ প্রামাণিক দিনহাটায় বোমা-গুলির রাজনীতি আমদানি করেছিলেন। আবারও তা করতে পারেন বলে কর্মীদের সজাগ থাকতে বলেছি।’’ একাধিক বার ফোন করা হলেও ধরেননি নিশীথ। জবাব দেননি হোয়াটসঅ্যাপ মেসেজের। তবে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের মন্তব্য, ‘‘মারামারি-কাটাকাটির উপরেই তৃণমূল চলে। ওদের বিজয়া সম্মিলনীতেও পুলিশ ডাকতে হচ্ছে গোলমাল সামলাতে। নিজেরা যা করছে, তা-ই মুখে বলছে!’’
উদয়নের মন্তব্যের সমালোচনায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর মন্তব্য, ‘‘মান-সম্মানের বোধ ছাড়া, রাজনীতি হয় না। রাজনীতিতে কাউকে খারাপ লাগতে পারে। কিন্তু আমাদের প্রতিপক্ষ থাকে, শত্রু নয়। তৃণমূল তার বিরোধীদের শত্রু মনে করে। তাই এমন কথা বারবার আসে।’’