Bus Owners Association

বাসভাড়া নিয়ে আজ বৈঠকে মালিক-কমিটি

করোনা আবহে বাস-মালিক সংগঠনগুলি প্রথম থেকেই ভাড়া বৃদ্ধির দাবি জানিয়ে আসছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ জুন ২০২০ ০৫:৫৩
Share:

ছবি: পিটিআই।

সরকার কিছু বাড়তি বাসের বন্দোবস্ত করলেও যাত্রিসাধারণের রোজকার সমস্যা মিটছে না। এই অবস্থায় বেসরকারি বাসের ভাড়া বৃদ্ধির বিষয়টি বিবেচনা করার জন্য গড়া বিশেষজ্ঞ কমিটি আজ, শুক্রবার বাস-মালিক সংগঠনগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসছে। আটটি বাস-মালিক সংগঠন আগেই ওই কমিটির কাছে বাস-পিছু দৈনিক আয়-ব্যয়ের হিসেব জমা দিয়েছে। কমিটি তা ইতিমধ্যেই খতিয়ে দেখেছে।

Advertisement

করোনা আবহে বাস-মালিক সংগঠনগুলি প্রথম থেকেই ভাড়া বৃদ্ধির দাবি জানিয়ে আসছে। সরকারি বাস পথে নামলেও একসঙ্গে সব বেসরকারি বাসকে কখনওই সে-ভাবে পথে নামানো যায়নি। লকডাউন শিথিল হওয়ার পরে বিভিন্ন সময়ে পর্যাপ্ত যাত্রীর অভাব, ডিজেলের মূল্যবৃদ্ধি, রক্ষণাবেক্ষণের খরচ বৃদ্ধি পাওয়ার মতো নানান কারণ দেখিয়ে সারা রাজ্যেই পরিষেবা দেওয়া থেকে পিছিয়ে গিয়েছেন বাস-মালিকেরা। কলকাতা ও শহরতলিতে অফিসযাত্রীদের সমস্যা কমাতে রাজ্য পরিবহণ নিগমের ১১০০ বাসের পাশাপাশি আরও ৪০০ বাস গত সোমবার থেকে রাস্তায় নামিয়েছে সরকার। তাতে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও সমস্যা পুরোপুরি মেটেনি। শহরতলির ট্রেন এবং মেট্রো সচল না-হওয়ায় বেসরকারি বাসের উপরে যাত্রীদের নির্ভরতা অনেকটাই। পরিস্থিতির গুরুত্ব বিচার করে, ভাড়ার হার নির্ধারণে নিযুক্ত বিশেষজ্ঞ কমিটিকে দ্রুত রিপোর্ট দিতে বলা হয়েছে বলে পরিবহণ দফতর সূত্রের খবর। বাস-মালিক সংগঠন সূত্রের খবর, পৃথক ভাবে প্রতিটি সংগঠনের বক্তব্য জানতে আজকের বৈঠক ডাকা হয়েছে। চলতি সপ্তাহে কমিটির সদস্যেরা এক বার বৈঠক করেছেন। সব ক’টি সংগঠনের মতামত জানার পরে আগামী সপ্তাহে কমিটি তাদের সুপারিশ সরকারকে জানাতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement